রেকর্ড সংখ্যক ঘর ছাড়া মানুষ, অর্ধেকের বেশি শিশু-dw.de - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ২০ জুন, ২০১৫

রেকর্ড সংখ্যক ঘর ছাড়া মানুষ, অর্ধেকের বেশি শিশু-dw.de

রেকর্ড সংখ্যক ঘর ছাড়া মানুষ, অর্ধেকের বেশি শিশু-dw.de

সংঘাত ও নির্যাতনের শিকার হয়ে বিশ্বের প্রায় ছয় কোটি মানুষ ঘর ছাড়া অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ৷ ২০১৪ সাল পর্যন্ত হিসেব করা এই সংখ্যাটি আগের যে-কোনো সময়ের চেয়ে বেশি বলেও জানিয়েছে তারা৷


জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর প্রকাশ করা বার্ষিক ‘গ্লোবাল ট্রেন্ডস রিপোর্ট' বলছে, ঘর হারা হওয়াদের মধ্যে প্রায় অর্ধেকের বেশিই শিশু৷
২০১১ সাল থেকে সিরিয়ায় শুরু হওয়া গৃহযুদ্ধের কারণে সেদেশেরই মানুষ সবচেয়ে বেশি গৃহহীন অবস্থায় আছেন৷ গত বছর পর্যন্ত সিরিয়ার প্রায় ৭.৬ মিলিয়ন মানুষ ঘর ছাড়া হয়েছেন৷ এর মধ্যে প্রায় চার মিলিয়ন সিরীয় লেবানন, জর্ডান ও তুরস্কে শরণার্থী হিসেবে বসবাস করছেন৷

ঘর ছাড়া মানুষের মধ্যে ৩৮.২ মিলিয়ন তাদের নিজেদের দেশেই এক স্থান থেকে আরেক স্থানে যেতে বাধ্য হয়েছেন৷ বাকিরা নিজের দেশ ছাড়তেই বাধ্য হয়েছেন৷ অর্থাৎ জাতিসংঘের হিসেবে, বিশ্বে শরণার্থীর সংখ্যা প্রায় ১৯.৫ মিলিয়ন৷ এর মধ্যে ৫.১ মিলিয়ন ফিলিস্তিনি নাগরিক৷ অবশিষ্টরা সিরিয়া, সোমালিয়া ও আফগানিস্তানের৷
নিজ দেশে গৃহহারা হওয়াদের মধ্যে বেশিরভাগই ইউক্রেন, দক্ষিণ সুদান, নাইজেরিয়া, কঙ্গো ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের নাগরিক৷

জাতিসংঘ বলছে, ২০১৪ সালে প্রায় ১.৬ মিলিয়ন মানুষ অন্যদেশে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছে৷ ২০১৩ সালের চেয়ে যেটা প্রায় দ্বিগুন৷ গতবছর শুধু ২ লক্ষ ৭০ হাজার ইউক্রেনীয় নাগরিক রাশিয়ায় আশ্রয়ের জন্য আবেদন করেছে বলে জানা গেছে৷
প্রতিবেদনটিতে উল্লেখ করার মতো আরেকটি বিষয় হলো, গত ৩১ বছরের মধ্যে গত বছরই নাকি সবচেয়ে কমসংখ্যক শরণার্থী নিজ দেশে ফিরে যেতে পেরেছেন৷ সংখ্যার হিসেবে সেটা প্রায় এক লক্ষ ২৭ হাজার৷

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here