স্কুল পলাতক সেই কিশোর ১৬ বছরেই দুই কোম্পানির মালিক - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ২৩ জুন, ২০১৫

স্কুল পলাতক সেই কিশোর ১৬ বছরেই দুই কোম্পানির মালিক

স্কুল পলাতক সেই কিশোর ১৬ বছরেই দুই কোম্পানির মালিক-bangla.mtnews24


আন্তর্জাতিক ডেস্ক : নবম শ্রেণীতে পড়ার সময় স্কুল ছেড়ে দেয় ছেলেটি। তার বয়স এখন ১৬ বছর। এই বয়সেই সে দুটো কোম্পানির  মালিক।

মেভরিক আঙ্গাদ দারিয়ানি ‘হিউম্যানস অব বোমবে’ নামের একটি ফেসবুক পেজে এক পোস্টে লিখেছে, আমি যখন নবম গ্রেডে তখন আমি স্কুল ছেড়ে দেই। আমি আসলে স্কুলের গদবাঁধা লেখাপড়া শিখতে চাইনি।

এর ব্যাখ্যায় সে বলে, স্কুলে ছেলেরা নতুন কোনো ধারণা বের করতে পারে না। বই থেকে শুধু তত্ত্ব মুখস্থ করে আবার ভুলে যায়।

স্কুলের গ্রেডিং পদ্ধতিতে তার আস্থা ছিল না। বাড়িতেই লেখাপড়া শিখেছে সে এবং দুটো বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করেছে। অবশ্য এসব কিছু সম্ভব হয়েছে তার বাবা-মায়ের কারণে।

পোস্টে সে লিখেছে, আমার বয়স যখন দশ তখন একদিন আমি আমার বাবার কাছে গিয়ে বললাম, আমি একটি হোভার ক্রাফট তৈরি করতে চাই। আমার আইডিয়াকে তিরস্কার করার পরিবর্তে তিনি আমাকে এটা তৈরি করার অনুমতি দিলেন।

ছোট বেলা থেকেই আঙ্গাদের ছিল যেকোনো নতুন কিছু তৈরি করার প্রতিভা। টিভি শো, মেক ম্যাগাজিনের টিউটোরিয়ালস অথবা তার বাবার অফিসের ইঞ্জিনিয়ারদের থেকে সে শিখত।

আঙ্গাদ দারিয়ানি এখন ১৬ বছরের একজন সফল উদ্যোক্তা। সে বর্তমানে দুদুটো কোম্পানি পরিচালনা করে। এই কোম্পানি দুটো যে সব পণ্য তৈরি করে যেগুলোর জন্ম হয় কৌতূহল ও নতুনত্ব থেকে।

এমআইটির ড. রমেশ রাসকারের সাথে কাজ করার সময় সে আর তার দল একটি ভার্চুয়াল ব্রেইলারও গড়ে তুলেছে যা যেকোনো পিডিএফ ডকুমেন্ট ফাইলকে ব্রেইল পদ্ধতিতে রুপান্তর করে।
সূত্র: এনডিটিভি
২১ জুন ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

স্কুল পলাতক সেই কিশোর ১৬ বছরেই দুই কোম্পানির মালিক
ফন্ট সাইজ:    অ-  |   অ+

2015-06-21 সময় : 11:38:53

- See more at: http://bangla.mtnews24.com/post.php?id=52073&page=2#sthash.K8BQmqXO.dpuf

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here