ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি মুশারফের নয়া দিগন্ত অনলাইন - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ১১ জুন, ২০১৫

ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি মুশারফের নয়া দিগন্ত অনলাইন

শবে বরাতরে জন্য আমরা পরমাণু বোমা বানাইন৷ি নরিাপত্তা ও আত্মরক্ষার খাতরিইে পরমাণু অস্ত্র বানযি়ছেে পাকস্তিান৷ এই বক্তব্যরে মধ্যে দযি়ইে ভারতরে বরিুদ্ধে প্রচ্ছন্নে পরমাণু যুদ্ধরে হুঁশযি়ারি দযি়ে রাখলনে পাকস্তিানরে সাবকে প্রসেডিন্টে জনোরলে পারভজে মুশারফ৷

পাকস্তিানি টভিি চ্যানলেে দযে়া এক সাক্ষাৎকারে মুশারফ বলনে, ‘‘মুসলমি লগি নতো চৌধুরি শুজাত হুসনেরে ঢংয়ে বললে বলতে হয়, আমরা কি পরমাণু অস্ত্র সববেরাতরে জন্য সাজযি়ে রখেছে?ি আমরা পরমাণু শক্তি ব্যবহার করতে চাই না৷ কন্তিু আমাদরে অস্তত্বি বপিন্ন হলে পরমাণু অস্ত্র গুদামে ভরে রাখার র্অথ কী?’’ ভারত ক্রমাগত পাকস্তিানরে উপর চাপ সৃষ্টি করতে চাইছে বলওে এদনি অভযিোগ করনে সাবকে সনোপ্রধান৷ পাকস্তিানে অস্থরিতা সৃষ্টি করাই ভারতরে এজন্ডো বলে দাবি তার৷

ময়িানমারে জঙ্গদিমনে ভারতীয় সনোবাহনিীর অভযিানরে প্রসঙ্গ টনেে বুধবার পাকস্তিানকে হুঁশযি়ারি দনে প্রতরিক্ষামন্ত্রী মনোহর পারক্কির৷ তনিি বলনে, যারা ভারতরে নতুন চহোরা দখেে ভীত, সন্ত্রস্ত, তারাই পাল্টা প্রতক্রিয়িা দচ্ছি।ে উল্লখ্যে, বুধবার ভারতকে হুমকি দযি়ে পাকস্তিান বলছেলি, ‘ভারত যনে এটা মনে রাখ,ে পাকস্তিান ময়িানমার নয়! আমাদরে নরিাপত্তাবাহনিী যে পরস্থিতিরি জবাব দতিে তরৈ।ি’
শবে বরাতের জন্য আমরা পরমাণু বোমা বানাইনি৷ নিরাপত্তা ও আত্মরক্ষার খাতিরেই পরমাণু অস্ত্র বানিয়েছে পাকিস্তান৷ এই বক্তব্যের মধ্যে দিয়েই ভারতের বিরুদ্ধে প্রচ্ছন্নে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে রাখলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ৷
পাকিস্তানি টিভি চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে মুশারফ বলেন, ‘‘মুসলিম লিগ নেতা চৌধুরি শুজাত হুসেনের ঢংয়ে বললে বলতে হয়, আমরা কি পরমাণু অস্ত্র সবেবরাতের জন্য সাজিয়ে রেখেছি? আমরা পরমাণু শক্তি ব্যবহার করতে চাই না৷ কিন্তু আমাদের অস্তিত্ব বিপন্ন হলে পরমাণু অস্ত্র গুদামে ভরে রাখার অর্থ কী?’’ ভারত ক্রমাগত পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করতে চাইছে বলেও এদিন অভিযোগ করেন সাবেক সেনাপ্রধান৷ পাকিস্তানে অস্থিরতা সৃষ্টি করাই ভারতের এজেন্ডা বলে দাবি তার৷
মিয়ানমারে জঙ্গিদমনে ভারতীয় সেনাবাহিনীর অভিযানের প্রসঙ্গ টেনে বুধবার পাকিস্তানকে হুঁশিয়ারি দেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷ তিনি বলেন, যারা ভারতের নতুন চেহারা দেখে ভীত, সন্ত্রস্ত, তারাই পাল্টা প্রতিক্রিয়া দিচ্ছে। উল্লেখ্য, বুধবার ভারতকে হুমকি দিয়ে পাকিস্তান বলেছিল, ‘ভারত যেন এটা মনে রাখে, পাকিস্তান মিয়ানমার নয়! আমাদের নিরাপত্তাবাহিনী যে পরিস্থিতির জবাব দিতে তৈরি।’
- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/29615#sthash.oDndGF0t.dpuf

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here