স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা মামলা গ্রহণ করল দিল্লির আদালত - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০১৫

স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা মামলা গ্রহণ করল দিল্লির আদালত

স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা মামলা গ্রহণ করল দিল্লির আদালত

স্মৃতি ইরানি স্মৃতি ইরানি
 (রেডিও তেহরান): দিল্লির আইনমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা জিতেন্দ্র তোমরের পর এবার ডিগ্রি নিয়ে বিপাকে পড়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রী স্মৃতি ইরানি।


আজ (বুধবার) মন্ত্রীর বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দেয়ার অভিযোগ গ্রহণ করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। অভিযোগটি বিচারযোগ্য বলে গ্রহণ করেছেন বিচারপতি আকাশ জৈন। আগামী ২৮ আগস্ট এ নিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

গত ১ জুন এ নিয়ে আদালতে অভিযোগ উঠলেও এই আবেদনটি শুনানিযোগ্য কি না তার রায় স্থগিত রেখেছিলেন বিচারপতি আকাশ জৈন। আজ তিনি এটি বিচারযোগ্য বলে আমলে নেন। পরবর্তী শুনানির দিন অভিযোগ সংক্রান্ত তথ্য প্রমাণ নথিভুক্ত হবে।  

এ ঘটনা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। ক্ষমতাসীন বিজেপিও এ ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে।  

আহমেদ খান নামে এক লেখকের দায়ের করা অভিযোগে বলা হয়, স্মৃতি ইরানি লোকসভা এবং রাজ্যসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় নির্বাচন কমিশনের কাছে তিনটি হলফনামা পেশ করেন। এসব হলফনামায় আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছিলেন।
  
আহমেদ খানের পক্ষে সিনিয়র আইনজীবী কে কে মেনন বলেন, ২০০৪ সালের এপ্রিলে লোকসভা নির্বাচনের সময় তিনি হলফনামা দেন ১৯৯৬ তে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের  করেস্পন্ডেন্স কোর্সে স্নাতক হয়েছেন। যদিও ২০১১ সালের ১১ জুলাইতে গুজরাট থেকে রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সময় হলফনামায় তিনি বলেছিলেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের করেস্পন্ডেন্স কোর্সে বি কম পার্ট-ওয়ান।    

অভিযোগে বলা হয়েছে, ১৬ এপ্রিল ২০১৪ তে উত্তর প্রদেশের আমেথিতে লোকসভা নির্বাচনের সময় প্রার্থী পদে দাঁড়ানোর সময় এক হলফনামায় ইরানি বলেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওপেন লার্নিং থেকে বাণিজ্য বিভাগে স্নাতক পার্ট-ওয়ান পূর্ণ করেছেন।

অভিযোগকারীর দাবি, স্মৃতি ইরানির এ সব হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল এবং ভিন্ন ভিন্ন তথ্য দেয়া হয়েছে।

এদিকে, আদলত স্মৃতি ইরানির বিরুদ্ধে করা আবেদন শুনানির জন্য গ্রহণ করায় আম আদমি পার্টির পক্ষ থেকে আশুতোষ প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেছেন, ‘দিল্লি পুলিশ কি এবার জিতেন্দ্র তোমরের মতো তাকেও গ্রেফতার করবে? প্রধানমন্ত্রী মোদি কি তাকে ইস্তফা দিতে বলবেন?’

জিতেন্দ্র তোমরের মতো স্মৃতি ইরানিকে দিল্লি পুলিশকে গ্রেফতার করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।  কংগ্রেসের পক্ষ থেকেও স্মৃতি ইরানির পদত্যাগ দাবি করা হয়েছে।

প্রসঙ্গত ভুয়া ডিগ্রি বিবাদে কিছুদিন আগেই গ্রেফতার হয়েছেন আপ নেতা ও দিল্লির আইনমন্ত্রী জিতেন্দ্র তোমর। সে সময় আপের বিরুদ্ধে সুর চড়িয়েছিল বিজেপি। এবার আপের পক্ষ থেকে বিজেপির গুরুত্বপূর্ণ এই মন্ত্রীকে পদত্যাগের দাবি করা হল। #

রেডিও তেহরান/এমএএইচ/এআর/২৪
593

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here