সূর্যকে প্রণাম না করলে সাগরে ডুবে মরা উচিত: যোগী আদিত্যনাথ - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ১০ জুন, ২০১৫

সূর্যকে প্রণাম না করলে সাগরে ডুবে মরা উচিত: যোগী আদিত্যনাথ

সূর্যকে প্রণাম না করলে সাগরে ডুবে মরা উচিত: যোগী আদিত্যনাথ

বিজেপি এমপি যোগী আদিত্যনাথ বিজেপি এমপি যোগী আদিত্যনাথ
(রেডিও তেহরান): ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে সূর্যকে নমস্কার করা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। গোরক্ষপুরের বিজেপি এমপি যোগী আদিত্যনাথ বলেছেন, ‘যারা সূর্য প্রণাম করতে অস্বীকার করছেন, তাদের সমুদ্রের পানিতে ডুবে মরা উচিত।’  


আগেই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে, যোগের নাম করে সূর্য নমস্কারে তাদের সম্মতি নেই। বিজেপি জামানায় স্কুলে স্কুলে যোগ বাধ্যতামূলক করার চেষ্টা ও সূর্য নমস্কার শেখানোর প্রতিবাদে শীর্ষ আদালতের দারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা। সূর্য নমস্কার ইসলাম বিরোধী বলেও মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর পরেই বিজেপি এমপি যোগী আদিত্যনাথ মন্তব্য করে বলেছেন,  ‘যারা সূর্য প্রণাম করতে অস্বীকার করছেন, তাদের সমুদ্রের পানিতে ডুবে মরা উচিত।’ 

আরএসএস নেতা এম জি বৈদ্য’র মতে ‘যারা যোগাসন এবং সূর্য নমস্কার নিয়ে ছুতমার্গ করছেন, তারা আসলে এক রাষ্ট্রের ধারণারই বিরোধী।’ 

বিজেপি এমপি যোগী আদিত্যনাথের যুক্তি হল, ‘জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে কাউকেই নিজের আলো থেকে বঞ্চিত করেন না সূর্যদেব। তাই তাকে সাম্প্রদায়িক করে তোলার অবকাশ নেই। কিন্তু কেউ কেউ তার শক্তিকে অস্বীকার করতে চাচ্ছেন। তাদের সমুদ্রের পানিতে ডুবে মরা উচিত, অথবা অন্ধকার ঘরে নিজেকে বন্দি রাখা উচিত। আপনি তার সব শক্তি উপভোগ করবেন অথচ, তার প্রতি ন্যূনতম শ্রদ্ধা থাকবে না, এটা কি করে চলতে পারে?’

বিজেপি এমপি’র এরকম বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা করা হয়েছে বিরোধী দলের পক্ষ থেকে। আদিত্যনাথকে বিষধর সাপের সঙ্গে তুলনা করে কংগ্রেস নেত্রী রীতা বহুগুণা বলেন, ‘উনি যখনই মুখ খোলেন, তখনই বিষ উগরে দেন। সাম্প্রদায়িক মন্তব্য করে উনি সমাজে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন।’

সমাজবাদী পার্টির নেতা গৌরব ভাটিয়া বলেন, ‘বিতর্কিত মন্তব্য করা ওদের অভ্যাসে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর কথাতেও এখন আর কাজ হচ্ছে না। কাউকে জোর করে কোনো বিশেষ ধর্ম পালন করানোর বিষয়টি আমাদের সংবিধান স্বীকার করে না। কিন্তু সেই চেষ্টাই হচ্ছে।’
জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ কটাক্ষ করে বলেছেন, ‘এটা বেশ এক ঢিলে দুই পাখি মারার কায়দা। ভিন্নমত হলেই সমুদ্রে ঝাঁপ দাও- এই নীতি মেনে চললে তো ভারতের জনসংখ্যা হু হু করে কমবে।’   

এসব বিতর্কের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সাফাই দিয়ে বলেছেন, ‘আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এটা স্বেচ্ছা অংশগ্রহণ। যে করতে চায় না তাকে কোনো জোরাজুরির প্রশ্ন নেই।’  

সুষমা স্বরাজ বলেন, ‘সূর্য নমস্কার করতেই হবে এমন নয়। তবে কেউ করতে চাইলে তাকে বাধাও দেয়া হবে না। সূর্য নমস্কারের সঙ্গে ধর্মের কোনো যোগ আছে বলে আমরা মনে করি না।’

এদিকে, একদিকে বিজেপি’র কট্টরপন্থী গ্রুপ এবং আরএসএস নেতার বিবৃতি অন্যদিকে, সংখ্যালঘু সম্প্রদায়ের অসন্তোষের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও সুর নরম করে বলছেন,  ‘যোগ অনুষ্ঠানে যোগদান করা আদৌ বাধ্যতামূলক নয়। যাদের ইচ্ছা হবে তারাই এগিয়ে আসবেন।’   

প্রসঙ্গত, আগামী ২১ জুন ভারতে রাজধানীসহ ২৫১টি শহরে যোগাসনের আসর বসবে। কেন্দ্রের মোদি সরকার সব রাজ্যকে এই কর্মসূচিতে অংশ নিতে লিখিত সার্কুলার পাঠিয়েছে।#   

রেডিও তেহরান/এমএএইচ/এআর/১০

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here