মিয়ানমারে জঙ্গি দমনে ভারতীয় কমান্ডো অভিযান: নিহত ৫০ - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ১০ জুন, ২০১৫

মিয়ানমারে জঙ্গি দমনে ভারতীয় কমান্ডো অভিযান: নিহত ৫০

মিয়ানমারে জঙ্গি দমনে ভারতীয় কমান্ডো অভিযান: নিহত ৫০

 (রেডিও তেহরান):  জঙ্গি দমন করতে এবার মিয়ানমার সীমান্ত পেরিয়ে এক দুঃসাহসিক অভিযান চালাল ভারতীয় সেনা কমান্ডোরা। এতে প্রায় ৫০ জঙ্গির মৃত্যু হয়েছে। মিয়ানমার সীমান্তের প্রায় দু’ কিলোমিটার ভিতরে ঢুকে এই অভিযান চালানো হয়। নিহতদের মধ্যে অধিকাংশই গত ৪ জুন মনিপুরে সেনাদের উপর ভয়াবহ হামলায় অভিযুক্ত ছিল।


অপারেশন মিয়ানমার প্রসঙ্গে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, ‘দেশের কল্যাণের জন্য এ ধরণের অভিযান বিশেষ প্রয়োজন ছিল। তিনি সেনাদের এই অভিযানকে  উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছেন, ‘সেনারা উত্তম কাজ করেছে এ জন্য তাদের ধন্যবাদ।’

তথ্য ও সম্প্রচার দফতরের প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর বলেছেন, ‘এটা প্রধানমন্ত্রীর নেয়া ঐতিহাসিক এবং  সাহসী সিদ্ধান্ত ছিল। বিষয়টি প্রতিবেশি দেশের প্রতিও একটা বার্তা যারা সন্ত্রাসবাদকে উৎসাহ দিয়ে চলেছে।’

রাঠোর বলেছেন, ‘দেশের পশ্চিমাংশেও এ ধরণের সমস্যা মোকাবেলাও একইভাবে অভিযান চালানো হবে। সন্ত্রাস করতে চান এমন প্রতিবেশীকে আমরা এ বার্তাই দিতে চাই। সন্ত্রাসের সঙ্গে আপোস না করা এবং বন্ধুত্ব, দু’টি ব্যাপারই পাশাপাশি চলবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশমতো এই অপ্রত্যাশিত এবং দুঃসাহসিক অভিযান চালিয়ে দু’টি জঙ্গি শিবিরকে সম্পূর্ণ ধুলোয় মিশিয়ে দেয়া হয়েছে। 

প্রসঙ্গত, গত ৪ জুন মনিপুরে আচমকা হামলা চালিয়ে সন্ত্রাসীরা ২০ জন ভারতীয় জওয়ানকে হত্যা করেছিল। গত ৩৩ বছরের মধ্যে ছিল এটাই সবচেয়ে বড় হামলা। সেনা সদস্যরা গোয়েন্দা সূত্রে জানতে পারে আরো বড়সড় হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা। এরপরেই সরকারিভাবে জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

সেনা সূত্র বলছে, ১৯৯৩ সালের পর ভারতীয় সেনারা মিয়ানমার সীমান্ত পেরিয়ে এ ধরণের পদক্ষেপ গ্রহণ করল।  ভারতীয় সেনাদের এই পদক্ষেপকে মিয়ানমার সরকার এবং তাদের সেনারা সহযোগিতা করেছে। সোমবার ভারতীয় সেনা কমান্ডোরা এম আই-১৭ হেলিকপ্টারের সাহায্যে এই  অভিযান চালিয়ে নিরাপদে সেখান থেকে ফিরে এসেছে।

এর আগে ২০০৩ সালে ভারতীয় সেনারা ভুটান সীমান্তে ঢুকে এ ধরণের অভিযান চালিয়েছিল। #

রেডিও তেহরান/এমএএইচ/জিএআর/১০

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here