ভারত বদলে গেল, নাকি তসলিমা নাসরিন? - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫

ভারত বদলে গেল, নাকি তসলিমা নাসরিন?


ব্লগওয়াচ

ভারত বদলে গেল, নাকি তসলিমা নাসরিন? -dw

বলিউড তারকা আমির খানের পাশে দাঁড়িয়েছেন তসলিমা নাসরীন৷ তবে পাশে দাঁড়াতে গিয়ে তসলিমা বলেছেন, ‘আমিরের জন্য ভারতই সবচেয়ে নিরাপদ৷' কয়েকদিন আগেই ভারত সম্পর্কে কিন্তু অন্যরকম কথা বলেছিলেন তসলিমা!
Taslima Nasrin
গত অক্টোবরেই বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরীন বলেছিলেন, ‘‘হিন্দু সৌদি আরব হতে চলেছে ভারত৷'' পাকিস্তানের গজল শিল্পী গুলাম আলী হিন্দু মৌলবাদীদের দল শিবসেনার বিরোধিতার কারণে ভারতে আসতে না পারায় এমন মন্তব্য করেছিলেন তসলিমা

হিন্দু সৌদি আরব হতে চলছে ভারত : তসলিমা নাসরিন: http://t.co/T4OoUEcmNf
— S.M.Al-Amin Biplob (@Biplob909) অক্টোবর 10, 2015
তারপর থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে মনে করার মতো কিছুই ঘটেনি৷ বরংভারতে অসহিষ্ণুতা বাড়ছে' – এই কথা বলেই বিজেপিপন্থিদের তোপের মুখে পড়েছেন শাহরুখ খান৷ কয়েকজন কেন্দ্রীয় রাজ্য পর্যায়ের মৌলবাদী রাজনীতিবিদবলিউডের কিং খান'-কেপাকিস্তানপন্থি' অপবাদ দিয়ে তাঁকে পাকিস্তানে চলে যেতে বলার মতো ধৃষ্টতাও দেখিয়েছেন৷
এবার আমির খানও পড়েছেন মৌলবাদীদের রোষানলে তাঁর অপরাধ, তিনি শাহরুখের বক্তব্যকে সমর্থন করে বলেছেন, ভারতে সত্যিই অসহিষ্ণুতা বেড়েছে এবং কারণে তাঁর স্ত্রী কিরণ রাও আজকাল বিদেশে পাড়ি জমানোর কথাও বলছেন৷ বিজেপি এবং বিজেপির প্রতি সহানুভূতিশীলরা তাঁর ওপরও মহাখাপ্পা৷ শুরু হয়ে গেছে আমিরকে দেশদ্রোহী প্রমাণের চেষ্টা৷ এমন সময়েই বলিউড সুপারস্টারের পাশে দাঁড়িয়েছেন তসলিমা৷ কিন্তু আমিরকে সমর্থন জানাতে গিয়ে যে কথা বলেছেন, তাতে নিশ্চয়ই অবাক হয়েছেন অনেকে৷ এই নভেম্বরে যাঁদের তসলিমার অক্টোবরের মন্তব্য মনে আছে, তাঁদের তো অবাক হওয়াই স্বাভাবিক৷ তসলিমা এখন বলছেন, ‘‘আমির খানের মতো মানুষদের জন্য ভারতই সবচেয়ে নিরাপদ জায়গা৷''
#Taslima #Intolerance #AamirKhan আমিরের জন্য ভারতই সবচেয়ে নিরাপদ: তসলিমা https://t.co/mlKUnK3qv1 pic.twitter.com/evdRNbVehG
— ABP Ananda (@abpanandatv) নভেম্বর 25, 2015
তসলিমার ভাষায়, ‘‘আমির খানের মতো সেলিব্রিটিদের জন্য ভারতই সবচেয়ে নিরাপদ জায়গা৷ অসহিষ্ণুতা কম-বেশি বিশ্বের সব জায়গাতেই রয়েছে৷ তবে আমিরের মতো মানুষদের জন্য ভারতই হলো সবচেয়ে নিরাপদ জায়গা৷'' কয়েকদিন আগে বললেন, ভারত হিন্দু সৌদি আরব হতে চলেছে৷ এখন বলছেন, আমির খানের মতো জন্য ভারতই সবচেয়ে নিরাপদ৷ ব্যাপারটা কী? এই কয়েকদিনে ভারত বদলে গেল? নাকি তসলিমা নাসরিন....?

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here