শনিবার রাইটার্সে অমিতাভ - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

শনিবার রাইটার্সে অমিতাভ


শনিবার রাইটার্সে অমিতাভ-aajkaal.in


Amitabh Bachchan during shooting of his new filmঅংশু চক্রবর্তী: কলকাতা আবার সরগরম ছবির শুটিং নিয়ে। সুজয় ঘোষের পরিচালনায় এবং ঋভু দাশগুপ্তর পরিচালনায় এই ‘তিন’ ছবির শুটিং অবশ্য শুরু হয়েছে সপ্তাহখানেক আগেই। রাইটার্স বিল্ডিং ঘিরে সেই শুটিংয়ে হাজির ছিলেন সুজয়–সহ ছবির অভিনেতা–অভিনেত্রী বিদ্যা বালন, নওয়াজউদ্দি‍ন সিদ্দিকি এবং সব্যসাচী চক্রবর্তী। কিন্তু তা সত্ত্বেও শুটিং ঘিরে হইচইটা তেমন যেন জমছিল না। আসল অভিনেতা অমিতাভ বচ্চনই উপস্থিত ছিলেন না যে! অবশেষে সেই প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার এই ছবির শুটিং করতে কলকাতায় এসেছেন অমিতাভ বচ্চন। শুক্রবার সকাল ১১টা থেকেই রবীন্দ্র সরোবরে শুরু হয় এই ছবির শুটিং। উপস্থিত ছিলেন বিদ্যা বালন ও নওয়াজউদ্দিন সিদ্দিকি
। দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ শুটিংস্থলে পৌঁছে যান অমিতাভ। তার পরেই তাঁকে নিয়ে শুরু হয় শুটিং। মানুষের আগ্রহ ছিল প্রবল। তাঁকে দেখার জন্য সারাদিনই ভিড় ছিল লেকের বাইরে। কড়া নিরাপত্তার জন্য কেউই দেখতে পারেননি অমিতাভ বচ্চনের শুটিং। অবশ্য শুক্রবার সকালে শুটিংয়ে কিছুটা ছন্দপতন হয় প্রাতঃভ্রমণকারীদের আপত্তিতে। তাঁদের অভিযোগ ছিল এই শুটিংয়ে লেকের পরিবেশ নষ্ট হবে, গাছপালা নষ্ট হবে। পরে অবশ্য পুলিসের হস্তক্ষেপে পরিবেশ স্বাভাবিক হয়ে যায়। এদিকে আজ শনিবার সকাল থেকেই রাইটার্স বিল্ডিংয়ের তিনতলার উত্তরদিকে বিচারবিভাগে অমিতাভকে নিয়ে শুরু হবে এই ছবির শুটিং। তার জন্য শুক্রবার থেকেই সাজ সাজ রব এই ঐতিহাসিক বাড়িতে। প্রায় ১৭০ থেকে ১৮০ জন লোক কাজ করেন এই বিভাগে। র‍্যাক ভর্তি করে সাজানো আছে ফাইল। শুক্রবার বিকেলে পূর্ত দপ্তর থেকে ছবি তুলে নিয়ে যাওয়া হয়েছে এই দপ্তরের। বিকেলে তদারকিতে আসেন ডিসি রিজার্ভ ফোর্স অশেষ বিশ্বাস, এ সি রাইটার্স উজ্জ্বল হাজরা, ও সি রাইটার্স মদন গোপাল সাঁতরা এবং অ্যাডিশনাল ও সি প্রবীর ভট্টাচার্য প্রমুখ। তাঁরা খতিয়ে দেখেন নিরাপত্তার দিক। এসেছিলেন পূর্ত দপ্তরের এগ্‌জিকিউটিভ ইঞ্জিনিয়ার কনকেন্দু সাহাও। শুক্রবার রাত থেকেই পড়তে শুরু করেছে শুটিংয়ের সেট। তবে পুরো বাড়িটাকেই অত্যন্ত নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে। জানা গেছে, অমিতাভ অভিনীত চরিত্রটির নাতি খুন হয়ে গেছে। সেই নাতির প্রেমিকার ভূমিকায় আছেন বিদ্যা বালন। তিনি ছবিতে এক পুলিস অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। এই খুনের ব্যাপারেই খোঁজখবর করতে লালবাজারে এসেছেন অমিতাভ। এরকম একটা দৃশ্যেরই শুটিং হবে আজ। ইতিমধ্যেই রাইটার্সে তৈরি হয়ে গেছে আর একটা লালবাজারও। এই ছবিতেই এক আই বি অফিসারের ভূমিকায় আছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here