'যা বলেছি সেটাই আবার বলব, ভারতীয় হয়ে আমি গর্বিত', সমালোচনার জবাব দিয়ে বললেন আমির - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

'যা বলেছি সেটাই আবার বলব, ভারতীয় হয়ে আমি গর্বিত', সমালোচনার জবাব দিয়ে বললেন আমির

'যা বলেছি সেটাই আবার বলব, ভারতীয় হয়ে আমি গর্বিত', সমালোচনার জবাব দিয়ে বললেন আমির    -zeenews.india

'যা বলেছি সেটাই আবার বলব, ভারতীয় হয়ে আমি গর্বিত', সমালোচনার জবাব দিয়ে বললেন আমির
ওয়েব ডেস্ক: অসহিষ্ণুতা বিতর্কে বিজেপি নেতা-সমর্থকদের তীব্র সমালোচনার জবাব দিতে মুখ খুললেন আমির খান। অসহিষ্ণুতা ইস্যুকে আড়াল করে শুধু দেশ ছাড়ার বিষয় নিয়ে আমির যে কথা বলেছিলেন, সেই বিষয়েই সরকার পক্ষের লোকেরা 'রাজা হিন্দুস্থানি'-কে আক্রমণ শুরু করেন। আমির আজ এক বিবৃতিতে বলেন, 'আমি যা বলেছিলাম সেই কথাটাই আমার বলব। যারা আমায় দেশ বিরোধী বলছে তাদের আমি বলব ভারতীয় হিসাবে আমি গর্বিত৷'সঙ্গে আমির যোগ করেন, 'যারা আমার সাক্ষাত্‍কারটা দেখেননি তারাই এইরকম সমালোচনা করেছেন। কিংবা কেউ বা কারা ইচ্ছা করে আমার মন্তব্য বিকৃত করেছে।
অসহিষ্ণুতা নিয়ে নিজের মন্তব্যে অনড় থেকেই তিনি বললেন, 'আমি একজন ভারতীয় ভারতীয় হিসাবে আমি গর্বিত৷ আমার দেশকে আমি ভালবাসি। কোনও অবস্থাতেই দেশ ছাড়ব না৷ আমার মন্তব্যকে বিকৃত করা হচ্ছে৷ আমি কোথাও যাচ্ছি না৷ আমি আর কিরণ বাকি জীবন এই সুন্দর দেশেই থাকতে চাই৷'
অসহিষ্ণুতা ইস্যুতে আমিরের মন্তব্যের পরদিন তার বাড়ির সামনে বিক্ষোভ  শুরু হয়, বাড়ানো হয় তাঁর নিরাপত্তা। আমিরের বিরুদ্ধে মামলা পর্যন্ত দায়ের হয়।
এক অনুষ্ঠানে গিয়ে অসহিষ্ণুতা নিয়ে আমির বলেছিলেন, 'খবরের কাগজে বিভিন্ন ঘটনার কথা জানতে পারছি। আমি উদ্বিগ্ন, সেটা অস্বীকার করব না। কিরণ প্রশ্ন করল, তা হলে কি ভারত ছেড়ে চলে যাওয়া উচিত?এর থেকে স্পষ্ট, উদ্বেগের পাশাপাশি এক ধরনের নৈরাশ্যের মনোভাব জোরালো হচ্ছে।'
------------------------
বিবৃতিতে আমি যা বললেন, "We never did (have any intention of leaving), and nor would we like to in the future. Anyone implying the opposite has either not seen my interview or is deliberately trying to distort what I have said. India is my country, I love it, I feel fortunate for being born here, and this is where I am staying."

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here