কলেজকে ঘিরে তাণ্ডব দাঁতালদের - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

কলেজকে ঘিরে তাণ্ডব দাঁতালদের

কলেজকে ঘিরে তাণ্ডব দাঁতালদের

hati 2811পার্থসারথি রায়: ডুয়ার্সের বানারহাট হিন্দি কলেজকে ঘিরে শনিবার সকাল থেকে দিনভর তাণ্ডব চালাল একদল বুনো হাতি৷ এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে বানারহাটের মরাঘাট মোড় এলাকায়৷ সম্প্রতি এখানেই গড়ে তোলা হয়েছে রাজ্যের প্রথম হিন্দি কলেজ৷ তবে কলেজে ক্লাস শুরু হয়নি বলেই রক্ষে৷ তা না–হলে হয়ত বড় রকমের অঘটনও ঘটে যেতে পারত৷ মূলত হাতিদের করিডর হিসেবে পরিচিত ডুয়ার্সের বানারহাটের এই এলাকা৷ রেতি জঙ্গল থেকে মরাঘাট জঙ্গলের দিকে যেতে হলে হাতির দলকে এই এলাকা দিয়েই যাতায়াত করতে হয়৷ এজন্য পরিবেশপ্রেমীদের আপত্তি থাকা সত্ত্বেও এখানেই সরকারিভাবে সম্প্রতি গড়ে তোলা হয়েছে হিন্দি কলেজটি৷ শনিবার ভোরের দিকে একদল বুনো হাতি রেতি জঙ্গল থেকে মরাঘাট জঙ্গলে যাওয়ার সময় আটকে পড়ে হিন্দি কলেজের সামনে৷ তারপর দিনভর এখানেই দাপাদাপি করে বেড়ায় তারা৷ নটি হাতির এই দলে ছিল একটি শাবকও৷ লোকালয়ে হাতি ঢোকার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীরা৷ হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর জন্য দিনভর চেষ্টা করেও ব্যর্থ হন তাঁরা৷ পরে সন্ধে নেমে আসার পর হাতিগুলিকে জঙ্গলের দিকে ফেরত পাঠান বনকর্মীরা৷ বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জার দিলীপ দাস চৌধুরি বলেন, এই এলাকায় নবনির্মিত হিন্দি কলেজের পাশে থাকা এয়ারফিল্ডের মাঠে কখনও কখনও ৪০ থেকে ৫০টি হাতির দলকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়৷ শনিবারও এই মাঠকে কেন্দ্র করেই ঘুরে বেড়িয়েছে হাতির দলটি৷ তিনি বলেন, এখানে কলেজ গড়ে তোলার ব্যাপারে আপত্তি ছিল বনদপ্তরেরও৷ সেই আপত্তির জন্যই কলেজ ভবন নির্মাণের সময় কিছুটা দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ তা সত্ত্বেও হাতিদের করিডরের মধ্যেই কলেজ ভবনটি রয়েছে বলে তিনি বলেন৷ যে কোনও দিন বুনো হাতির হামলার কবলে পড়ে এই হিন্দি কলেজের বড় রকমের ক্ষতি হয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা করেন৷ ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনাও৷

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here