আইএসআইএল-কে গুরুত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে: বেঙ্কইয়া নাইডু - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

আইএসআইএল-কে গুরুত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে: বেঙ্কইয়া নাইডু

আইএসআইএল-কে গুরুত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে: বেঙ্কইয়া নাইডু

আইএসআইএল-কে গুরুত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে: বেঙ্কইয়া নাইডু
 (রেডিও তেহরান): ‘দেশের জন্য এটা খুব দুর্ভাগ্যজনক বিষয় যে কিছু মানুষ আইএসআইএল-এ খুশি হলেও আরএসএস-এ অসন্তুষ্ট।’

 (শুক্রবার) সংসদে বক্তব্য রাখার সময় এ কথা বলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী বেঙ্কইয়া নাইডু। তিনি বলেন, ‘প্রায়ই মানুষজন জিজ্ঞাসা করে আপনি কি আরএসএস-এর সঙ্গে যুক্ত? আমি তাদের বলি হ্যাঁ, আমরা আরএসএস-এর সঙ্গে যুক্ত, অন্তত আইএসআইএল-এর সঙ্গে তো যুক্ত নই!’

নাইডু আইএসআইএলকে দেশের জন্য বড় বিপদ বলে উল্লেখ করে বলেন, ‘আগে তো কেবলমাত্র আইএসআই-এর বিপদ ছিল কিন্তু এখন আইএসআইএল-কেও গুরুত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে।’ 

বেঙ্কইয়া নাইডু কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের সমালোচনা করে বলেন, ‘এদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে গিয়ে বলেছেন, এ দেশের প্রধানমন্ত্রী খারাপ। আপনি আমাদের যত খুশি নিন্দা করুন কিন্তু বিদেশে গিয়ে দেশের বদনাম করা উচিত নয়।’

বেঙ্কইয়া নাইডু আজ সংসদে স্পষ্ট জানান, ‘সেক্যুলার’ শব্দ সংবিধানে ছিল, আছে এবং তা থাকবে।’
তিনি সংবিধান নিয়ে বিরোধীদের অভিযোগকে উড়িয়ে দিয়ে বলেন, সংবিধানের কোনো বিপদ নেই। কোনো (রাজনৈতিক নেতাদের) গ্রেফতার করা হচ্ছে না, বিচারপতিদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে না। আমাদের সকলকে সংবিধানকে মজবুত করার জন্য এক সঙ্গে কাজ করতে হবে। ‘সেক্যুলারিজম’ আমাদের হৃদয়ে আছে এবং তা থাকবে।’

প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সংবিধানের প্রস্তাবনায় ৪২তম সংবিধান সংশোধনীতে ‘সেক্যুলার’ এবং ‘সোশ্যালিস্ট’ শব্দ সংযুক্ত করা নিয়ে প্রশ্ন তোলেন। বিরোধীরা এ নিয়ে সরকারের মনোভাবের তীব্র সমালোচনা করেন। কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী তার বক্তব্যে বলেন, ‘কয়েক দশক ধরে সংবিধানের যে আদর্শ ও সিদ্ধান্ত নিয়ে আমরা এগোচ্ছিলাম, তার ওপর আজ বিপদ নেমে এসেছে।’

সংবিধানে ‘সেক্যুলার’ শব্দ থাকা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল বেঙ্কইয়া নাইডু আজ তা স্পষ্ট করায় সরকারপক্ষ তাদের মনোভাব থেকে পিছু হঠল বলে বিশ্লেষকরা মনে করছেন।#
         
রেডিও তেহরান/এমএএইচ/এআর/২৭

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here