দিল্লির ১৫ জায়গায় জঙ্গি হানার আশঙ্কা - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

দিল্লির ১৫ জায়গায় জঙ্গি হানার আশঙ্কা

রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জায়গায় আকাশপথে হামলার ছক কষেছে জঙ্গি সংগঠনগুলি৷ আইএস, লস্কর-ই-তৈবা, হুজির মতো বেশ কয়েকটি জঙ্গি সংগঠন হামলা চালাতে পারে বলে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে খবর৷ হামলার জন্য তারা বেছে নিতে পারে ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সময়কে৷ কারণ, সেই সময় একদিকে যেমন পর্যটকদের সমাগম হয়, তেমনই বড়দিন উপলক্ষে আয়োজন হয় নানা অনুষ্ঠানের৷
স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জঙ্গি নাশকতার খবর আসার পরই শনিবার সকালে জরুরি বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন দিল্লি পুলিশ এবং সিআইএসএফ-এর শীর্ষ কর্তারা৷ মাসখানেক আগেই আইএস হুমকি দিয়েছিল, ভারতে তারা নাশকতা চালাবে৷ এরপরই দেশের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা বাড়ানো হয়৷ এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ সন্ত্রাসবাদ মোকাবিলা৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কড়া পদক্ষেপের কথা বলেছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে কোনও প্রকারে জঙ্গি নাশকতার মোকাবিলা করবে কেন্দ্র৷ কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে জঙ্গি হামলার খবর আসার পরই বিষয়টিকে আরও গুরুত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রক আধিকারিকরা৷ মন্ত্রকের একটি সূত্রের মতে, রাজধানীর মূলত ১৫টি বিশেষ স্পর্শকাতর জায়গা বেছে নিয়েছে জঙ্গিরা৷ এরমধ্যে রয়েছে সংসদ ভবন, ইন্ডিয়া গেট, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভবনও৷ এমনকী বিমানবন্দর এবং রেলস্টেশনে নাশকতার খবরও রয়েছে গোয়েন্দাদের কাছে৷ এই খবর পাওয়ার পরই বিমানবন্দর এবং রেলস্টেশনে নিরাপত্তা বাড়ানো হয়েছে৷
রাজধানীর বিভিন্ন পর্যটন কেন্দ্রে নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে জঙ্গি নাশকতার খবর রয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রক নির্দেশ দিয়েছে, যে কোনও সন্দেহভাজন পরিস্হিতির খবর তৈরি হলেই যেন কেন্দ্রীয় সরকারকে জানানো হয়৷ পরিস্হিতি মোকাবিলায় তৈরি থাকতে বলা হয়েছে সেনাবাহিনীকে৷ গোয়েন্দাদের মতে, সড়কপথে হামলা চালানো, জঙ্গি অনুপ্রবেশ ঘটানোয় অনেক ক্ষেত্রেই সমস্যায় পড়তে হচ্ছে জঙ্গি সংগঠনগুলিকে৷ আর তাই আকাশপথকেই বেছে নিয়েছে তারা৷ কারণ, সেক্ষেত্রে আত্মঘাতী হামলা চালানো সহজ বলে গোয়েন্দাদের খবর৷

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here