১২ হাজার পাথর পেটে ! বিশ্ব রেকর্ড - - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

১২ হাজার পাথর পেটে ! বিশ্ব রেকর্ড -



নজিরবিহীন৷ 
অস্ত্রোপচার করে এক মহিলার পিত্তথলি থেকে ১১,৯৫০টি পাথর বের করলেন চিকিৎসকরা৷ ওই মহিলার নাম মিনতি মণ্ডল৷ বয়স ৫১৷ বাড়ি বারুইপুরে৷ বৃহস্পতিবার সকালে টালিগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে মিনতিদেবীর অস্ত্রোপচার হয়৷ অস্ত্রোপচারকারী চিকিৎসকের নাম মাখনলাল সাহা৷ 
এর আগে গত সেপ্টেম্বরে পিজি হাসপাতালের সার্জারি বিভাগেই এক কলেজ ছাত্রীর পিত্তথলি থেকে ১,১১০টি পাথর বের করে.ছিলেন চিকিৎসকরা৷ তখন পিজি হাসপাতালে ওই অস্ত্রোপচার করেছিলেন ডাঃ মাখনলাল সাহা ও তাঁর টিম৷ এবার বেসরকারি নার্সিংহোমে হওয়া অস্ত্রোপচারে সেই রেকর্ডই শুধু ভাঙল তাই নয়, অস্ত্রোপচারকারী চিকিত্সকের দাবি, ১১ হাজারের বেশি পাথর পিত্তথলি থেকে বের হওয়ার নজির চিকিৎসা শাস্ত্রে নেই৷ সেই নজিরও এবার ছাড়িয়ে গেল৷ বারুইপুরের দক্ষিণ রায়পল্লির বাসিন্দা মিনতিদেবীl তিন-চারদিন আগে পেটে অসম্ভব যন্ত্রণা শুরু হলে স্থানীয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীকে নিয়ে যাওয়া হয় ডাঃ মাখনলাল সাহার কাছে৷ইউএসজি করে দেখা যায় মিনতিদেবীর পিত্তথলিতে অসংখ্য পাথর রয়েছে
৷ এরপর বৃহস্পতিবার সকালে বেসরকারি ওই নার্সিংহোমে প্রায় একঘণ্টা ধরে ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে ১১ হাজার ৯৫০টি পাথর বের করা হয়৷ এই পতিতে ‘গলব্লাডার স্টোন' অপারেশন খুব কঠিন নয়৷ কিন্তু,  মিনতি মণ্ডলের ক্ষেত্রে পিত্তথলি থেকে এক এক করে ১১, ৯৫০টি পাথর বেরিয়ে আসে৷ ল্যাপারোস্কপির জন্য তৈরি করা ১ সেণ্টিমিটার ফুটো দিয়ে এতগুলি পাথর বের করতে যথেষ্ট সমস্যায় পড়তে হয় চিকিৎসকদের৷ কিন্তু চিকিৎসকদের টিম অত্যন্ত মুনশিয়ানার সঙ্গে অস্ত্রোপচারের কাজ শেষ করে৷ অস্ত্রোপচার হওয়া ওই গৃহবধূ এখন বিপন্মুক্ত৷ অস্ত্রোপচারের ক্ষেত্রে মাখনলালবাবুকে সাহায্য করেছেন ডাঃ সুনন্দা বল, ডাঃ সুস্মিতা পাল প্রমুখ৷ অস্ত্রোপচারকারী চিকিৎসক জানান, কত সংখ্যক পাথর বেরিয়েছে তা গুনতেই চার ঘণ্টা সময় লেগেছে৷ চিকিৎসকের দাবি, ইংল্যান্ডে এক মহিলার পিত্তথলি থেকে ৩,১১০টি পাথর বেরনোর নজির রয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ৷ এবার কলকাতার এই অস্ত্রোপচার সেই রেকর্ড ভেঙে দিল৷  চিকিৎসকরা বলছেন, গলব্লাডার স্টোনের ক্ষেত্রে এমনই হয়৷ হঠাত্‍ করে ধরা পড়ে৷ মাখনলালবাবুর কথায়, "কোলেস্টেরল ও‘বাই পিগমেণ্ট' মিলিয়েই এইধরনের পাথর হয়৷ তবে এত সংখ্যক পাথর কখনও দেখিনি৷"

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here