আইএসআইএল'র অস্তিত্ব বাংলাদেশে নেই- স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিক্রিয়া রাজনীতিকদের - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

আইএসআইএল'র অস্তিত্ব বাংলাদেশে নেই- স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিক্রিয়া রাজনীতিকদের

আইএসআইএল'র অস্তিত্ব বাংলাদেশে নেই- স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিক্রিয়া রাজনীতিকদের

আইএসআইএল'র অস্তিত্ব বাংলাদেশে নেই- স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিক্রিয়া রাজনীতিকদের
(রেডিও তেহরান): স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন, “আইএসআইএল নামে কোনো সংগঠন বাংলাদেশে নেই। তাদের কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই। আইএসআইএল’র নাম দিয়ে আমাদের মধ্যে একটি বিভেদ সৃষ্টি করতে এবং বিভেদের সুযোগ নিয়ে আজকে আমাদের অকার্যকর করার চেষ্টা করা হচ্ছে।”

   দুপুরে রাজধানীর কামরাঙ্গীর চরে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, “কোনো একটা ঘটনা ঘটলেই ৫ মিনিটের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকায় একটি বার্তা চলে যায়। তখন আমেরিকার সাইট নামক প্রতিষ্ঠান বলে এটা আইএস করেছে।”

মন্ত্রী বলেন, “আইএসের নামে জঙ্গি তৎপরতার ঘটনা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। কিন্তু মানুষকে সঙ্গে নিয়ে বিদেশি আগ্রাসনের লক্ষ্যবস্তুতে পরিণত হতে দেওয়া হবে না এ দেশকে।“

একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম অভিযোগ করেন, জঙ্গিবাদের অস্তিত্বের কথা বলে যুক্তরাষ্ট্র বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে।

ইমাম-মুয়াজ্জিনদের উদ্দেশে খাদ্যমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য কামরুল ইসলাম বলেন, “আপনারা উপলব্ধিও করতে পারবেন না যে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে। যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে সপ্তম নৌবহর পাঠিয়েছিল, যারা বিভিন্ন দেশে জঙ্গিদের জন্ম দেয়...। আইএসের জন্মদাতা আমেরিকা, জঙ্গিদের মূল জন্মদাতা আমেরিকা। আজকে তারাই বিভিন্ন দেশে মার খাচ্ছে। তারা বলছে, জঙ্গি দমনে বাংলাদেশের সঙ্গে আছি, এটা নতুন ষড়যন্ত্র। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে কোনোভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চলছে।”

দুই মন্ত্রীর এমন মন্তব্যে বিস্ময় প্রকাশ করে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু রেডিও তেহরানকে বলেন, সরকার যদি মনে করে এখানে আইএসআইএল নেই তাহলেও কারা এসব করছে তা সরকারকে তদন্ত করে বের করতে হবে। তা না হলে জনমনে সৃষ্ট নিরাপত্তাহীনতা কাটবে না।

সরকারের অসংলগ্ন কথাবার্তার দিকে দৃষ্টি আকর্ষন করে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার এখন চামড়া বাঁচানোর জন্য আইএসআইএল নেই বলে পার পাবার চেষ্টা করছে।

সাইফুল হক মনে করেন, বাংলাদেশের বর্তমান পরিস্থতিতে সরকারের উচিত সকল রাজনৈতিক দল ও সামাজিক শক্তির সাথে পরামর্শ করে উত্তরণের উপায় বের করা এবং পুরো ব্যাপারটি জনগণের কাছে ব্যাখ্যা করে বুঝিয়ে বলা। তা না হলে তারা নিজেরা এবং গোটা দেশবাসী অনাকাঙ্খিত বিপদের মধ্যে পড়বে।

ইতোমধ্যে প্রধান বিরোধী রাজনৈতিক জোটের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমান পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করার জন্য রাজনৈতিক সংলাপের আহবান জানিয়েছেন। তিনি সম্প্রতি এক বিবৃতিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং সবার কাছে গ্রহণযোগ্য একটি সরকার প্রতিষ্ঠার দিকে অগ্রসর হবার জন্যও আহবান জানিয়েছেন।#

রেডিও তেহরান/এআরকে/এআর/২৮

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here