'ভারতকে কখনও বিশ্বাস করা যায় না' - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫

'ভারতকে কখনও বিশ্বাস করা যায় না'

আবার আসরে  জাভেদ মিঁয়াদাদ৷ 
ভারতবিদ্বেষী মন্তব্য করতে প্রাক্তন পাক ক্রিকেটারের জুড়ি মেলা ভার৷ এবারও তার ব্যতিক্রম হয়নি৷ যখন ভারতীয় ক্রিকেট কণ্ট্রোল বোর্ড ও পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারত-পাক সিরিজ চালু করা নিয়ে সহমতে এসেছে, ঠিক তখনই আলপটকা মন্তব্য করে পরিস্হিতি আরও ঘোলাটে করে দিতে চাইলেন মিঁয়াদাদ৷ তিনি বলেছেন, ভারতকে কখনও বিশ্বাস করা উচিত নয়৷ কথা দিয়ে কিছুতেই কথা রাখতে জানে না৷
যেকোনও মুহূর্তেই দুই দেশের মধ্যে সিরিজ হতে পারে৷ পাক সরকার ইতিমধ্যেই সবুজ সঙ্কেত দিয়েছে৷ ভারত সরকার অনুমতি দিলেই আবার ক্রিকেটপ্রেমীরা বাইশগজে ভারত-পাক ক্রিকেট যুদ্ধ দেখতে পাবেন৷ সিরিজ ঘিরে একের পর এক মন্তব্য সংবাদমাধ্যমের পাতায় উঠে আসছে৷ ঠিক সেই মুহূর্তে বাজার উত্তপ্ত করতে এগিয়ে এসেছেন মিঁয়াদাদ৷ তিনি বলেছেন, "ভারতের আসল মনোভাবটা কী, কেউ এখনও পর্যন্ত বুঝতে পেরেছেন? ভারত সবসময় দুই দেশের মধ্যে ক্রিকেটের আয়োজনের ক্ষেত্রে সমস্যা তৈরি করেছে৷ এবারও তার ব্যতিক্রম হবে না বলেই আমি মনে করছি৷" 
প্রাক্তন পাক অধিনায়ক আরও বলেছেন, ভারতীয় বোর্ড চায় নিজেদের ইচ্ছামতো সিরিজের আয়োজন করতে৷ এবং পাকিস্তানকে নিচু দেখাতে৷ কথা দিয়েও বিসিসিআই কথা রাখছে না৷ তা সত্ত্বেও পাকিস্তান বোর্ড কর্তারা দুই দেশের মধ্যে ক্রিকেট চালু করতে সর্বতো চেষ্টা করেছেন৷ সমঝোতার পথে হেঁটেছেন৷ মিঁয়াদাদ এর আগেও এই ধরনের মন্তব্য করেছিলেন৷ গত সেপ্টেম্বরে তিনি পাকিস্তান বোর্ডকে পরামর্শ দিয়েছিলেন কোনওমতেই যেন তারা বিসিসিআইয়ের সঙ্গে কথা না বলে৷ এমনকী, ভারতীয় রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেছিলেন, অহেতুক বিবৃতি দিয়ে পরিস্থিতি জটিল করে তুলছেন৷ 
মিঁয়াদাদ বলেছিলেন, "আসলে ভারত জানে, পাকিস্তানের সঙ্গে খেললেই হারবে৷ সেই কারণেই তারা খেলতে চাইছে না৷" দুই দেশের মধ্যে ক্রিকেট সিরিজ যাতে চালু হয়, তার জন্য একটা প্রচেষ্টা চলছে৷ আসন্ন ডিসেম্বরে দুই দেশের বোর্ড শ্রীলঙ্কায় সংক্ষিপ্ত সিরিজ খেলতেও রাজি হয়ে গিয়েছে৷ এখন শুধু ভারত সরকারের বিদেশমন্ত্রকের অনুমতি দরকার৷ এখনও পর্যন্ত অনুমতি পাওয়া না গেলেও বিসিসিআই কর্তারা আশাবাদী যে, দ্রুত অনুমতি এসে যাবে৷ কিন্তু প্রাক্তন পাক অধিনায়কের মন্তব্যের পর এই উদ্যোগ কতটা তরান্বিত হয়, সেটাই দেখার৷ 

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here