রুশ বিমান ভূপাতিতের ঘটনায় উত্তাপ বাড়ছে - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

রুশ বিমান ভূপাতিতের ঘটনায় উত্তাপ বাড়ছে

বিশ্ব

রুশ বিমান ভূপাতিতের ঘটনায় উত্তাপ বাড়ছে -dw

মঙ্গলবার রাশিয়ার বিমান ভূপাতিত হওয়ার ঘটনা রাশিয়া ও তুরস্কের সম্পর্ককে উত্তপ্ত করেছে৷ সেই তাপের আঁচ তুরস্ক ছাড়িয়ে ন্যাটো তথা পশ্চিমা বিশ্বে ছড়িয়ে পড়ছে৷

যেভাবে ভূপাতিত হয় রাশিয়ার বিমান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এই ঘটনাকে ‘পিঠে ছুরি মারা'র সঙ্গে তুলনা করেছেন৷ এছাড়া এই ঘটনার প্রতিক্রিয়ায় তিনি রাশিয়ার নাগরিকদের তুরস্কে ঘুরতে না যাওয়ার আহ্বান জানিয়েছেন৷
রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেছেন, তুরস্কের ‘ক্রিমিনাল অ্যাকশন' রাশিয়া ও ন্যাটোর সম্পর্ককে অবনতির দিকে নিয়ে গেছে৷ এছাড়া এতে একটি বিষয়ে নিশ্চিত হওয়া গেছে যে, তুরস্ক ‘আইসিস'-কে রক্ষা করছে৷ এর ফলে যে ক্ষতি হলো সেটা কাটিয়ে ওঠা কঠিন হবে৷
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন নিজের আকাশসীমা সুরক্ষার অধিকার তুরস্কের রয়েছে৷ তবে বিষয়টি নিয়ে আর উত্তেজনা বাড়বে না বলেও আশা প্রকাশ করেন তিনি৷ তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ান বলেছেন, ‘‘তুরস্কের তার নিজের সীমান্ত সুরক্ষার অধিকারের বিষয়টি সবাইকে মানতে হবে৷''

‘দ্য ইকোনমিস্ট' মনে করছে, তুরস্ক ও রাশিয়ার মধ্যে দ্বন্দ্ব নিরসনের চেষ্টা করবে ন্যাটো৷ কিন্তু বিষয়টা অত সহজ হবে না৷ তুরস্ক ও রাশিয়ার মধ্যকার বর্তমান উত্তেজনাকর পরিস্থিতি অনেকটা প্রত্যাশিতই ছিল৷ কারণ সিরিয়ায় আসাদকে সরাতে চায় তুরস্ক৷ তবে রাশিয়া সেটা চায় না৷ এছাড়া বোমা হামলার নামে রুশদের আক্রমণে সিরিয়ায় বসবাসরত তুর্কি ভাষা বলা তুর্কমেন সম্প্রদায়ের উপর হামলার বিষয়টি কদিন ধরেই রাশিয়া ও তুরস্কের সম্পর্ক উত্তপ্ত করছিল৷ ২০ নভেম্বর তারিখে আংকারার রুশ রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদও জানায় তুরস্ক৷
ন্যাটো ডিফেন্স কলেজের রিসার্চ ফেলো ড. জান কাসাপোলু ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, মঙ্গলবারের ঘটনার প্রতিক্রিয়ায় রাশিয়া যদি পরিস্থিতি উত্তপ্ত করতে চায় তাহলে আকাশসীমা লঙ্ঘনের ঘটনা আরও ঘটবে৷ তখন উত্তাপটা শুধু রাশিয়া ও তুরস্কের মধ্যে না থেকে রাশিয়া ও ন্যাটোর মধ্যেও ছড়িয়ে পড়তে পারে৷
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বুধবার জানিয়েছেন, তাঁর দেশ সিরিয়ায় থাকা রাশিয়ার হেমাইমিম ঘাঁটিতে ‘এস-৪০০ অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইল সিস্টেম' পাঠাবে৷ এই মিসাইল সিস্টেমের সীমা কতখানি তা মানচিত্রে দেখিয়েছে ‘কনফ্লিক্ট নিউজ'৷
জার্মানির বিশিষ্ট প্রাক্তন কূটনীতিক ও মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সভাপতি ভল্ফগাং ইশিঙার এক সাক্ষাৎকারে বলেছেন, এই ঘটনার পেছনে দুই পক্ষেরই প্ররোচনা কাজ করেছে৷ পেশিশক্তি দেখিয়ে তারা একে অপরের ক্ষমতা যাচাই করার চেষ্টা করছে৷
মঙ্গলবার রুশ বিমান ভূপাতিত হওয়ার ঘটনার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে কিংবা হবে বলে মনে করছেন অনেক টুইটার ব্যবহারকারী৷ #WorldWarIII ও #WorldWar3 ব্যবহার করে তাঁদের অনেককেই মন্তব্য করতে দেখা গেছে৷
জেডএইচ/এসবি (এএফপি, এপি)

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here