বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন: মোদিকে সরব হওয়ার দাবি আরএসএসের - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ৩১ মে, ২০১৫

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন: মোদিকে সরব হওয়ার দাবি আরএসএসের

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন: মোদিকে সরব হওয়ার দাবি আরএসএসের

(রেডিও তেহরান): ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরের মুখে আরএসএস বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব হওয়ার দাবি জানিয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর দমন পীড়ন বন্ধ করতে সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্য নরেন্দ্র মোদির প্রতি আহবান জানিয়েছে।


আরএসএস অবশ্য এ নিয়ে কোনো লুকোচুরি না করে প্রকাশ্যে তাদের মতামত জানিয়েছে সংঘের মুখপত্র ‘অর্গানাইজারে'। এ নিয়ে কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরোক্ষভাবে তারা চাপে রাখতে চাচ্ছে বলে মনে করা হচ্ছে।   (রোববার) এ সংক্রান্ত একটি রিপোর্ট গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। 

'অর্গানাইজারে'র সাম্প্রতিক সংখ্যার প্রচ্ছদ নিবন্ধের বিষয়ই হল বাংলায় হিন্দুদের উপর অত্যাচারের কাহিনী। আরএসএসের এক কর্মকর্তা বলেছেন, ‘হাসিনা-মমতার সঙ্গে ইলিশ মাছ খেলেও মোদির মাথায় যাতে বাংলাদেশে হিন্দু নিপীড়নের কথা থাকে, তা মনে করিয়ে দিতেই এ প্রচ্ছদ নিবন্ধ।’

আরএসএসের সদর দফতর নাগপুরে এক কর্মকর্তা শনিবার বলেছেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশে মৈত্রী সফরে যাচ্ছেন। হাসিনা সরকারের দীর্ঘদিনের দাবি মেনে সংসদে ছিটমহল বিলও পাস করানো হয়েছে। প্রধানমন্ত্রীর এ উদ্যোগে আরএসএসের কোনো আপত্তি নেই। কারণ ছিটমহলগুলোতেও অত্যাচারিত মানুষের অধিকাংশ হলেন হিন্দু।’

পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ এবং মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়েও আরএসএস তাদের আপত্তির কথা তুলে ধরেছে ‘অর্গানাইজার’-এ।
  
আরএসএস এভাবে মোদির উপর অগ্রিম চাপ সৃষ্টি করলেও ভারত সফরের সময় ওবামা যেভাবে দিল্লিতে ধর্মীয় সহিষ্ণুতা নিয়ে বক্তব্য রেখে সবাইকে অবাক করে দিয়েছিলেন, মোদি সেরকমটি বাংলাদেশে করবেন কি না তা অবশ্য নিশ্চিত নয় বলেই মনে করা হচ্ছে।#

রেডিও তেহরান/এমএএইচ/জিএআর/৩১

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here