- rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ২১ মে, ২০১৫

সদ্যোজাত শিশুকে সুস্থ, সবল রাখার উপায়

জন্মের পরের একটি বছর সব শিশুর জন্যই খুব বেশি গুরুত্বপূর্ণ৷ এ সময়ে শিশুকে ভালো রাখতে মা-বাবা এমন অনেক কিছুই করে বসেন, যাতে ক্ষতিই হয় বেশি৷ জেনে নিন সদ্যোজাত শিশুকে ভালো রাখার সহজ কিছু উপায়৷

মাসাজ

সব মা-ই বাচ্চার শরীর হালকাভাবে মালিশ বা মাসাজ করার গুরুত্ব কম-বেশি বোঝেন৷ তাই গায়ে তেল মাখিয়ে মালিশ করতে দেখা যায় ঘরে ঘরে৷ তবে খাওয়ার ঠিক আগে বা পরে মাসাজ না করাই ভালো৷ বাদাম তেল ঘরে থাকলে তা-ই শিশুর গায়ে আলতো করে বুলিয়ে দিন, তার একটু পরে গোসল করান৷

সাবধানে গোসল করান

শিশুর ত্বক খুব স্পর্শকাতর৷ তাই গোসল করানোর সময় কুসুম গরম, অর্থাৎ হালকা গরম পানি ব্যবহার করবেন৷ বেশি গরম পানি শিশুর ত্বকের জন্য ক্ষতিকর৷ শ্যাম্পু ব্যবহার করলে ভালো বেবি শ্যাম্পুই ব্যবহার করুন৷ শ্যাম্পু করার সময় শিশুর চোখ ঢেকে রাখতে ভুলবেন না৷ তবে সদ্য জন্ম নেয়া শিশুকে অবশ্য প্রথম তিন সপ্তাহ গোসল না করালেও চলে৷ ওই সময়ে হালকা গরম পানিতে নরম কাপড় ভিজিয়ে তা দিয়ে গা মুছে দিলেই গোসলের কাজ হয়ে যায়৷

যেভাবে শোয়াবেন

অনেক মা তাঁর বাচ্চাকে ঘুম পাড়ানোর সময় অনেকগুলো কাপড় একসাথে পরিয়ে নেন৷ ব্রিটেনের শিশুরোগ বিশেষজ্ঞ ডন কেলি বলেছেন, ঘুমানোর সময় শিশুকে আবহাওয়া অনুযায়ী হালকা কোনো কাপড় পরানোই সবচেয়ে ভালো৷ তার মানে এই নয় যে, শীতের সময় অনেকগুলো শীতের কাপড় পরিয়ে তারপর আবার কম্বল বা লেপটাও দেবেন৷ ডন কেলি জানিয়েছেন, খুব বেশি গরম বাচ্চার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর৷

কাঁদলেই ভয় পাবেন না

শিশু কাঁদলেই ভয় পাবেন না৷ শিশুর কান্না মানেই যে সে খুব কষ্টে আছে, তা কিন্তু নয়৷ যুক্তরাষ্ট্রের শিশু স্বাস্থ্য বিষয়ক গ্রন্থের লেখিকা জেনিফার ওয়াকার তো বলেছেন, ‘‘শিশুরা কাঁদার জন্যই প্রোগ্রাম করা৷ ও কাঁদছে বলেই ধরে নেবেন না আপনি ভুল কিছু করেছেন৷ শিশু অনেক সময় কেঁদে কেঁদে আপনার সঙ্গে কথাও বলে৷’’

দাঁতের যত্ন

শিশুর দাঁতের যত্ন নেয়া খুব জরুরি৷ নিউইয়র্কের দন্ত্য চিকিৎসক প্রেসনর সওল বলেছেন, দুধ দাঁতেরও যত্ন নিতে হয়৷ দাঁত ওঠার আগ পর্যন্ত ভেজা কাপড় দিয়ে শিশুর মাড়ি পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন তিনি৷ আরো বলেছেন, যাঁরা ঘুমানোর ঠিক আগে শিশুকে খাওয়ান, মাড়ি ফুড়ে দাঁত বেরোতে শুরু করলে ওই সময়ে খাওয়ানো বন্ধ করতে হবে৷

প্রকৃতির কাছে নিয়ে যান

শিশুকে যত প্রকৃতির কাছে নিয়ে যাবেন ততই ভালো৷ মোবাইল ফোন, ট্যাবলেট, টেলিভিশনের এই যুগে এটা আরো বেশি দরকার৷ অ্যামেরিকান পেডিয়াট্রিকস অ্যাকাডেমি এক গবেষণা করে দেখেছে, শিশুদের অন্তত দু বছর পর্যন্ত টিভি বা কম্পিউটারের পর্দার সামনে একেবারে না নেয়াই ভালো৷

শিশুরা রং ভালোবাসে

শিশুদের চারপাশের জগতটাকে রঙিন করার চেষ্টা করুন৷ শিশু রং ভালোবাসে৷ ভালোবাসাটা শুরু হয় আট-নয়মাস বয়স থেকে৷ ওই সময় থেকেই শিশু নানা ধরণের রং, গন্ধ, শব্দ এবং স্পর্শের অনুভূতি বুঝতে শুরু করে৷

চোখে চোখ রেখে হাসুন

জন্মের পর খুব কম সময়ের মধ্যেই শিশু নিজের মতো করে খেলতে শুরু করে৷ এমনকি অন্যের অভিব্যক্তি, খুশি, আনন্দ বুঝতে শুরু করার আগেই ও আনন্দ করতে শুরু করে৷ শিশুর সঙ্গে হাসুন৷ চোখে চোখ রেখে হাসুন৷ মনে রাখবেন, শিশু কথা বলতে পারেনা, তাই চোখ দিয়েই ও অন্যের সঙ্গে কথা বলে৷

বাবার সঙ্গে

শিশুকে যা শেখাতে চান তা নিজে করে দেখাবেন৷ মা-কে তো শিশু সবসময়ই কাছে পায়৷ বাবারও উচিত শিশু সন্তানের সাথে যতটা সম্ভব সময় কাটানো৷

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here