রংপুরে কালবৈশাখীর ঝড়ে নিহত ২ আহত ৫০, বিদ্যুৎ বিচ্ছিন্ন রংপুর প্রতিনিধিঃ - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ২৪ মে, ২০১৫

রংপুরে কালবৈশাখীর ঝড়ে নিহত ২ আহত ৫০, বিদ্যুৎ বিচ্ছিন্ন রংপুর প্রতিনিধিঃ

রংপুরে কালবৈশাখীর ঝড়ে নিহত ২ আহত ৫০, বিদ্যুৎ বিচ্ছিন্ন রংপুর প্রতিনিধিঃ রংপুরে কালবৈশাখীর ঝড়ে গাছ ও ঘরচাপা পড়ে ২ জন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েন। এতে শনিবার রাত ৯ টা থেকে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। জানাগেছে, শনিবার সারাদিনে এ জেলায় ছিল প্রচন্ড গরম, এবং অন্য দিকে রাত ৮.৫০ মিনিটের শুরু হয় ঝড় সেই চলে রাত ১২-০১ টা পর্যন্ত। এসময় ব্যাপব ভাবে ভুট্্রা, কলা, আম সহ অন্যান আবাদ নষ্ঠ হয়ে যায়। রংপুর বিভাগের ডিজি জুলফিকার আলী বলে, ভুট্্রা কমপক্ষে ১৬৮, কলা ৫৫ হেক্টর , এবং আম ৩ হেক্টর জমির নষ্ট হয়েছে । এটা হল প্রাথমিক তথ্য তবে বিস্তারিত পরে বলা যাবে। এ রিপোট লেখাপর্যন্ত অনেক স্থানে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এব্যাপারে পীরগাছা যোনাল অফিসের ইঞ্জিনিয়ার আলীমুল হাকিম , উক্ত সমস্যাগুলো সমাধানে কমপক্ষে তিন/চার দিন সময় লাগতে পারে। এসময় শহরের আশরাফুল ইসলাম নামের একজন গুরুত্বর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি স্থানীয় বুড়াল ব্রিজের পাশে। অন্যদিকে একই সময়ে পীরগাছার মংলাকুটি গ্রামে টিনের ঘর পড়ে মারা যান ছফর উদ্দিনের স্ত্রী জয়গুন্নেছা নামের এক বৃদ্ধা। এদিকে ঝড়ে রংপুর মহানগরীর বিভিন্ন স্থানে বিদ্যুতের খুটি উপড়ে পড়েছে। নগরীর বিনোদপুরে তার ঝুলে পড়ায় রংপুর-ঢাকা মহাসড়কে ১ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এছাড়াও গোটা নগরীর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ে মহানগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় অন্তত দুই শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। ঝড়ে উঠতি বোরোধান, ভুট্টাসহ বিভিন্ন ফসলের ব্যপক ক্ষতি হয়েছে। গাছপালা উপড়ে পড়েছে।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here