'ইসরাইলকে রক্ষার শেষ দেয়াল আইএসআইএল' - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ৩১ মে, ২০১৫

'ইসরাইলকে রক্ষার শেষ দেয়াল আইএসআইএল'

'ইসরাইলকে রক্ষার শেষ দেয়াল আইএসআইএল'

(রেডিও তেহরান): ইহুদিবাদী ইসরাইলের গণমাধ্যমগুলো বলেছে, ওয়াহাবি-তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল হচ্ছে ইরানসহ প্রতিরোধ শক্তিগুলোর জোটের হাত থেকে ইহুদিবাদী এই শক্তি ও কয়েকটি আরব দেশের অস্তিত্বকে টিকিয়ে রাখার সর্বশেষ দেয়াল।

এর আগে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইহুদিবাদী এই কর্তৃপক্ষের জন্য পারমাণবিক ইরানের হুমকি আইএসআইএল-এর চেয়ে এক হাজার গুণ বেশি।

ইসরাইলের আরও কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন, ওয়াহাবি-তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ইসরাইলের বিরুদ্ধে কোনো প্রকৃত হুমকি সৃষ্টি করেনি। ইসরাইলের শীর্ষস্থানীয় এক পুরোহিতও বলেছেন, আইএসআইএল হচ্ছে ইসরাইলকে রক্ষার জন্য বিধাতার পাঠানো আশীর্বাদ।

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান দলীয় সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাককিন আইএসআইএল সৃষ্টিতে মার্কিন সরকারের পিতৃস্থানীয় ভূমিকার কথা উল্লেখ করেছেন প্রকাশ্যেই।

ইসরাইলি দৈনিক হারেৎজ জানিয়েছে, ইসরাইলের নেতানিয়াহুর সরকার এবং সিরিয়ায় আলকায়দার শাখা গোষ্ঠী আননুসরা ও অন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলো এ ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছে যে এইসব গোষ্ঠী ইহুদিবাদীদের এই (অবৈধ) রাষ্ট্রে হামলা চালাবে না, বরং ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করবে।

এ অবস্থায় সম্প্রতি কালামুন উপত্যকায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে লেবাননের হিজবুল্লাহর নতুন কিছু রণ-কৌশলের প্রয়োগে উদ্বেগ প্রকাশ করেছে ইহুদিবাদী শক্তি ও তাদের মিত্র মহল। ইরানের ফার্স বার্তা সংস্থার এক খবরেও বলা হয়েছে, তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী নুসরার প্রধান আবু মুহাম্মাদ আল জুলানি ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন সরকারকে এ আশ্বাস দিয়েছেন যে এই গোষ্ঠী ইসরাইল, ইউরোপ ও আমেরিকার ওপর হামলা চালাবে না। 

আলজাজিরা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে জুলানি আরও বলেছেন, তার গোষ্ঠী পশ্চিমা দেশগুলোর ওপর হামলা চালাতে সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করবে না।
চেহারা ঢেকে রাখা এই সন্ত্রাসী নেতা আরও বলেছেন, আলকায়দার নির্দেশনামা তার গোষ্ঠীর কাছে পৌঁছেছে এবং এই নির্দেশনামায় বলা হয়েছে যে, সিরিয়ায় আসাদ সরকারকে উৎখাত করাই জিবহাতুন নুসরার দায়িত্ব এবং পাশ্চাত্যে হামলা চালানোর জন্য সিরিয়াকে ব্যবহার করা উচিত নয়।
ইহুদিবাদী ইসরাইল প্রকাশ্যেই ইসরাইলি হাসপাতালগুলোতে যুদ্ধাহত তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। #

রেডিও তেহরান/এএইচ/৩০

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here