ব্লগার হত্যায় রুশদির নিন্দা: বাংলাদেশের আলেম সমাজে প্রতিক্রিয়া-রেডিও তেহরান - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ২৩ মে, ২০১৫

ব্লগার হত্যায় রুশদির নিন্দা: বাংলাদেশের আলেম সমাজে প্রতিক্রিয়া-রেডিও তেহরান

ব্লগার হত্যায় রুশদির নিন্দা: বাংলাদেশের আলেম সমাজে প্রতিক্রিয়া-রেডিও তেহরান

(রেডিও তেহরান): ২০১৫ সালে বাংলাদেশে তিন ব্লগার হত্যার ঘটনায় নিন্দা ও দোষীদের শাস্তি দাবি করেছেন মুরতাদ ভারতীয় লেখক সালমান রুশদি, মার্গারেট অ্যাটউডসহ বিশ্বের ১৫০ জনের বেশি লেখক। গত তিন মাসে ঘটা এসব হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবানও জানিয়েছেন তারা। (শুক্রবার) দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত খোলাচিঠিতে নিন্দা জানান এ লেখকরা


হত্যাকাণ্ডের শিকার অনন্ত বিজয় দাস, অভিজিৎ রায় এবং ওয়াশিকুর রহমান ধর্ম নিয়ে অবমাননাকর ব্লগ লিখতেন বলে অভিযোগ আছে। জঘন্যভাবে বিশ্বনবী(সা.)কে অবমাননা করে লেখা বইয়ের লেখক সালমান রুশদি তাদের পক্ষ নেয়ায়, ব্লগাররা কার পক্ষে এবং কার বিপক্ষে লেখে তা পরিষ্কার হয়ে গেলো। এই রুশদির বিরুদ্ধে ১৯৮৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি(রহ.) মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করেছিলেন-যা এখনো বলবৎ আছে।

ব্লগার হত্যা ও সালমান রুশদির নিন্দা জানানো প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগরের সভাপতি মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন রেডিও তেহরানকে বলেন, আল্লাহ ও তার রাসুল(সা.)কে অবমাননা করে কেউ উক্তি করলে বা কর্মকাণ্ড করলে তাকে মুক্তবুদ্ধির চর্চা বলা যায় না। এ ধরনের তৎপরতার বিরুদ্ধে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা সব সময় সরব ছিল। মুক্তবুদ্ধির চর্চার নামে সালমান রুশদি গংদের বিপক্ষে অতীতেও এ দেশের মুসলমানরা সোচ্চার ছিল। এখনও সে অবস্থার কোন পরিবর্তন হয়নি।

ইসলামী চিন্তাবিদ ড. খলিলুর রহমান মাদানী রেডিও তেহরানকে বলেন, এ দেশকে অস্থিতিশীল করতে আন্তর্জাতিক ইসলাম বিদ্বেষী চক্রান্তের অংশ হিসেবেই তথাকথিত ব্লগারদের হত্যা করা হচ্ছে। যারা বাংলা ভাই, আব্দুর রহমানদের তৈরি করেছিল তারাই নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য নতুন করে জঙ্গিবাদকে উস্কে দিচ্ছেন। ব্লগারদের দিয়ে ইসলাম বিরোধী বক্তব্য প্রচার করে তাদের বিরুদ্ধে একশ্রেণীর মুসলমানকে উস্কে দিচ্ছেন,  ব্লগার হত্যার প্ররোচনা দিচ্ছেন। তারপর বিদেশ থেকে নানা পক্ষ তৈরি করে স্বার্থ আদায়ের চেষ্টা করছেন। ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে এবং মুসলমানদের জঙ্গি হিসেবে তুলে ধরতে ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এই বিদেশী ১৫০ জন লেখক এমন খোলাচিঠি লিখেছেন বলে মনে করেন তিনি।

নিহত অনন্ত দাস মুক্তমনা নামের একটি ব্লগের কন্ট্রিবিউটর হিসেবে কাজ করতেন। সেখানে অনন্ত বিজ্ঞান ও বিবর্তন বিষয়ে লেখা পোস্ট করতেন। এ ছাড়া, ইসলাম ও হিন্দুত্ববাদকে সমালোচনা করেও তার কিছু লেখা ছিল। এ ব্লগটি ২০০২ সালে অভিজিৎ রায় প্রতিষ্ঠা করেন যাকে গেলো ফেব্রুয়ারিতে হত্যা করা হয়। পরের মাসেই আরেক ব্লগার ওয়াশিকুর রহমানের হত্যাকাণ্ড ঘটে। এসব ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে না পারায় উদ্বেগ জানান গার্ডিয়ানের চিঠিতে স্বাক্ষর করা লেখকেরা।#

রেডিও তেহরান/এসএম/আরএইচ/২২

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here