ইরানকে ১১০ কোটি ডলার ক্ষতিপূরণ দাও: ইসরাইলকে সুইস আদালত-রেডিও তেহরান - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ২২ মে, ২০১৫

ইরানকে ১১০ কোটি ডলার ক্ষতিপূরণ দাও: ইসরাইলকে সুইস আদালত-রেডিও তেহরান

ইরানকে ১১০ কোটি ডলার ক্ষতিপূরণ দাও: ইসরাইলকে সুইস আদালত-রেডিও তেহরান

(রেডিও তেহরান):  ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ১১০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে ইহুদিবাদী ইসরাইলের একটি তেল কোম্পানিকে নির্দেশ দিয়েছে সুইজারল্যান্ডের আদালত। ইসরাইলের ট্রান্স এশিয়াটিক অয়েল লিমিটেড কোম্পানির সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ের পর ইরান এ ক্ষতিপূরণ পেতে যাচ্ছে


ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার আগে ১৯৬৮ সালে পতিত শাহ সরকারের সঙ্গে ইসরাইলের ওই কোম্পানি একটি চুক্তি করে। চুক্তি অনুযায়ী, ইরানের জাহাজ কোম্পানি রাষ্ট্রীয় তেল নিয়ে ইসরাইলের ইলিয়াত বন্দরে পৌঁছে দেবে এবং সেখান থেকে ইসরাইল তা ইউরোপে রপ্তানি করবে। সে অনুযায়ী ইরান সে সময় এক কোটি ৪৭ লাখ ৫০ হাজার ঘনমিটার অপরিশোধিত তেল ইসরাইলকে দেয় যার বাজার মূল্য ছিল ৪৫ কোাটি ডলার।

কিন্তু বিপ্লব সফল হওয়ারপর ইরান ওই চুক্তি বাতিল করে কারণ তেহরান ইহুদিবাদী ইসরাইলকে বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতিই দেয় না। ওই চুক্তি বাতিল নিয়ে ইরানের সঙ্গে ইসরাইলের দীর্ঘ বিরোধ রয়েছে। ফ্রান্স ও সুইজারল্যান্ডের আদালতে ইরান কয়েকটি মামলা করেছে তেল আবিবের বিরুদ্ধে। ১৯৮৯ সালে সুইজার‍ল্যান্ডের একটি আদালত প্রাথমিকভাবে ৫০ কোটি ডলার ইরানকে ফেরত দেয়ার জন্য ইসরাইলকে নির্দেশ দেয়। কিন্তু ইসরাইল কখনো এসব নির্দেশনা আমলে নেয় নি বরং যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত তেল ট্যাংকারের বহর, দুটি তেল বন্দর এবং এলিয়াত-আশকেলন পাইপলাইন প্রকল্পের সব সম্পত্তি ইসরাইল দখল করে নেয়। ইসরাইলের এ দখল প্রক্রিয়ার বিরুদ্ধে ইরান আইনি লড়াই চালিয়ে আসছে এবং সুইজার‍ল্যান্ডের ফেডারেল সুপ্রিম কোর্ট তেল আবিবের বিরুদ্ধে ৭০০ কোটি ডলারের মামলা করার অনুমতি দিয়েছে ইরানকে।#

রেডিও তেহরান/এসআই/২০ 

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here