সত্যিই কি দাজ্জালের যুগ কি শুরু হয়ে গেছে -২ ফিতনার সময় কি করতে হবে - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬

সত্যিই কি দাজ্জালের যুগ কি শুরু হয়ে গেছে -২ ফিতনার সময় কি করতে হবে

    সত্যিই কি দাজ্জালের যুগ কি শুরু হয়ে গেছে -২

  ফিতনার সময় কি করতে হবে

   হযরত উম্মু মালেক আল-বাহযিয়া (রা) থেকে বর্ণিত তিনি বলেন, একদা হযরত মুহাম্মদ (সাঃ) একটি ফিতনার উল্লেখ করে বলেন, তা অতি নিকটবর্তী। রাবী বলেন, আমি জিজ্ঞেস করলাম , ইয়া রাসুলাল্লহ! এ ফিতনার সময় সবচাইতে ভালো মানুষ কে হবে? তিনি বলেনঃ যে ব্যক্তি তার পশুপাল নিয়ে ব্যস্ত থাকবে,পশুপালের হক ( যাকাত) আদায় করবে এবং তাঁর রবের ইবাদত করবে। আর যে ব্যক্তি তার ঘোড়ার মাথা ধরে থাকবে এবং শত্র“দের ভীতি প্রদর্শন করবে এবং তারাও তাকে ভয় দেখাবে (আ)।
  আবু ঈসা বলেন, এ অনুচ্ছেদে উম্মু মুবাশশির, আবু সাইদ ও ইবনে আব্বাস (রা) থেকেও হাদীস বর্নিত আছে। এ হাদীসটি উপরোক্ত সূত্রে গরীব। লাইস ইবনে আবু সুলাইমও এ হাদীসটি তাউস-উম্মু মালেক আল-বাহযিয়া (রা) - নবী (সা) সূত্রে বর্ণনা করেন। তিরমিযী

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here