আইএসআইএল ভয়াবহ হামলা চালাতে ড্রোন বানাচ্ছে' - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬

আইএসআইএল ভয়াবহ হামলা চালাতে ড্রোন বানাচ্ছে'

আইএসআইএল ভয়াবহ হামলা চালাতে ড্রোন বানাচ্ছে'

দায়েশের ড্রোন (ফাইল ছবি) দায়েশের ড্রোন (ফাইল ছবি)
 (রেডিও তেহরান): আইএসআইএল  ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানোর জন্য পাইলট-বিহীন বিমান বা ড্রোন তৈরি করছে বলে সামরিক কর্মকর্তারা খবর দিয়েছেন।
২০১৪ সালের জুন মাসে খিলাফত ঘোষণার পর ইরাক ও সিরিয়ায় সমন্বয়ের কাজে ব্যবহারের জন্য মানুষ-বিহীন যন্ত্র ব্যবহার করেছে। দায়েশের নানা ড্রোনে ভিডিও-ক্যামেরা যুক্ত রয়েছে-এমন ভিডিও প্রকাশ করেছে  এই গোষ্ঠী।

এখন আরও ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানোর উপযোগী সিস্টেম তৈরির চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে খবর এসেছে। সম্প্রতি দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণকারী ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্যরা ফাল্লুজা ও হাদিসা অঞ্চলে কয়েকটি ড্রোন দেখতে পেয়েছেন। এ দুটি অঞ্চল  দখলে রয়েছে।


 ড্রোন ৪২ মাইল দূর পর্যন্ত তৎপরতা চালাতে সক্ষম এবং সেগুলোয় ক্যামেরা রয়েছে বলে গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে। ইরাকের মসুল শহরের বাইরে একটি শিল্প স্থাপনায় এইসব ড্রোন নির্মাণের কাজ চলছে বলে মনে করা হচ্ছে।

আইএসআইএল ব্রিটেনের ফুটবল প্রতিযোগিতায় ও সঙ্গীত অনুষ্ঠানে ড্রোন হামলা চালাবে বলে গত গ্রীষ্মকালে খবর বেরিয়েছিল। তারা  ৯-১১’র স্টাইলে বহু ড্রোন ব্যবহার করে বড় ধরনের সন্ত্রাসী হামলা চালাতে চায় বলে অক্সফোর্ড রিসার্চ গ্রুপ আশঙ্কা ব্যক্ত করেছে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ওপর এবং বিদেশী দূতাবাসগুলোতে  সম্ভাব্য হামলায় বিস্ফোরক-যন্ত্র হিসেবে ড্রোন ব্যবহার করা হতে পারে বলে সংস্থাটি সতর্ক করে দিয়েছে। রিমোট-কন্ট্রোল প্রযুক্তি বা দূর-নিয়ন্ত্রিত যুদ্ধ-সামগ্রীকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়  বলে এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটিতে মন্তব্য করা হয়েছে।
রেডিও তেহরান/এএইচ/২১

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here