পশ্চিমবঙ্গে মদ নিষিদ্ধের দাবি, জনসচেতনতা বাড়াতে বিশেষ প্রচারাভিযান - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬

পশ্চিমবঙ্গে মদ নিষিদ্ধের দাবি, জনসচেতনতা বাড়াতে বিশেষ প্রচারাভিযান

পশ্চিমবঙ্গে মদ নিষিদ্ধের দাবি, জনসচেতনতা বাড়াতে বিশেষ প্রচারাভিযান

পশ্চিমবঙ্গে মদ নিষিদ্ধের দাবি, জনসচেতনতা বাড়াতে বিশেষ প্রচারাভিযান
 (রেডিও তেহরান): ভারতের পশ্চিমবঙ্গে মদ নিষিদ্ধের দাবি তুলল ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়া।

 (সোমবার) বিকেলে দলটির পক্ষ থেকে কোলকাতা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলটির রাজ্য মিডিয়া সেক্রেটারি মোকতার হোসেন মন্ডল জানান, ‘পশ্চিমবঙ্গের সংগ্রামপুর থেকে মেদিনীপুর, মালদা থেকে খিদিরপুর, সারা রাজ্যে নানা সময়ে মদের শিকার হয়েছে কয়েকশ’ মানুষ। মদজনিত কারণে হাজার হাজার  মানুষ অসুস্থ। পরিবার, সংসার, সমাজ জীবনে চলছে মদ্যপদের দাপাদাপি। এজন্য রাজ্যে মদ নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে।’

ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় প্রেসিডেন্ট ড. এস কিউ আর ইলিয়াস বলেন, ‘মদ দেশকে শেষ করে দিচ্ছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারাদেশে ওয়েলফেয়ার পার্টি মদের বিরুদ্ধে লড়ছে।’


এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় প্রেসিডেন্ট বলেন, ‘বিহার সরকার মদ নিষিদ্ধ করতে পদক্ষেপ নিলে পশ্চিমবঙ্গ সরকার তা নিষিদ্ধ করতে পারবে না কেন?  দেশি-বিদেশি উভয় মদই নিষিদ্ধ করতে হবে। দেশি মদ খারাপ আর বিদেশি ভালো, এই ধারণা ঠিক নয়।’  

ওয়েলফেয়ার পার্টি রাজ্য থেকে মদ উঠিয়ে দুধ ও দুগ্ধজাত দ্রব্য ও মধু আমদানির ওপর জোর দিচ্ছে। মদ নিষিদ্ধের জন্য রাজ্যে যে রাজস্ব ঘাটতি হবে তার বিকল্প অর্থনীতির কথাও দলটি সরকারকে জানাবে বলে তাদের দাবি।

পশ্চিমবঙ্গের সংগ্রামপুরের ঘটনা প্রসঙ্গে ওয়েলফেয়ার পার্টির রাজ্য প্রেসিডেন্ট ডা. রইসুদ্দিন বলেন, ‘সংগ্রামপুরের ঘটনার পর সেখানে গিয়েছিলাম। দেখেছি বাড়ির পুরুষদের অকাল মৃত্যুতে মহিলারা কত অসহায় হয়ে পড়েছিলেন। দেখেছিলাম শিশুরা কীভাবে ‘বাবা, বাবা’ বলে চিৎকার করে কাঁদছে। কিন্তু লজ্জার বিষয় এই যে, ভোটের সময় মদ ব্যবহার করছে বিভিন্ন রাজনৈতিক দল।’

প্রসঙ্গত, ২০১১ সালে ১৪ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগণার সংগ্রাম পুরে বিষাক্ত মদপানে ১৯৩ জনের মৃত্যু হয়। দৃষ্টিশক্তি হারান ১০ জন। এ নিয়ে রাজ্যজুড়ে সেই সময় ব্যাপক চাঞ্চল্য এবং উদ্বেগের সৃষ্টি হয়।

ওয়েলফেয়ার পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান বলেন, ‘মদের বিরুদ্ধে রাজ্যজুড়ে জনসচেতনতা বাড়াতে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে ১৫ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এক বিশেষ প্রচার অভিযান হাতে নেয়া হয়েছে। নতুন বছরের শুরু থেকেই মদের বিরুদ্ধে অনলাইন প্রচার শুরু হয়েছে ‘মদ চাই না দুধ চাই, মদমুক্ত বাংলা চাই’ শিরোনামে।

তিনি বলেন, ‘বাংলাজুড়ে প্রচার অভিযানের অংশ হিসাবে স্থানীয় ব্লক, জেলা এবং রাজ্যস্তরে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। পথসভা, পথনাটিকা, আবগারি দপ্তরে স্মারকলিপি দেয়াসহ পাড়ায় পাড়ায় মদ বিরোধী ভ্রাম্যমান প্রচার গাড়ি বের করা হবে।’

সারওয়ার হাসান বলেন, ‘রাজ্যের সমস্ত রাজনৈতিক সংগঠনকে নিয়ে কোলকাতায় ১৩ জানুয়ারি একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। মদ নিষিদ্ধের দাবিতে আগামী ২৭ জানুয়ারি কলকাতার ওয়াই চ্যানেল থেকে রাজ্য আবগারি দপ্তর পর্যন্ত মহামিছিল এবং আবগারি দপ্তরের সামনে অবস্থান করা হবে বলেও জানিয়েছেন সারওয়ার হাসান।#

রেডিও তেহরান/এমএএইচ/এআর/১১

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here