মালদা সহিংসতায় বিজেপির কেন্দ্রীয় তদন্ত টিমকে আটক করে কোলকাতায় ফেরত - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬

মালদা সহিংসতায় বিজেপির কেন্দ্রীয় তদন্ত টিমকে আটক করে কোলকাতায় ফেরত

মালদা সহিংসতায় বিজেপির কেন্দ্রীয় তদন্ত টিমকে আটক করে কোলকাতায় ফেরত

মালদা সহিংসতায় বিজেপির কেন্দ্রীয় তদন্ত টিমকে আটক করে কোলকাতায় ফেরত
 (রেডিও তেহরান): পশ্চিমবঙ্গের মালদা জেলায় সাম্প্রতিক সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে আজ বিজেপি’র কেন্দ্রীয় একটি টিমকে আটক করার পর তদের ফেরত পাঠানো হল কোলকাতায়। মালদা জেলার কালিয়াচকের ঘটনা নিয়ে বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ’র গঠিত ৩ সদস্যের ‘তদন্ত টিম’কে আজ (সোমবার) সকালে মালদা স্টেশনে আটক করা হয়।

দার্জিলিংয়ের বিজেপি সাংসদ এস এস আলুওয়ালিয়া, সাংসদ এবং সাবেক ডিজিপি বিষ্ণুদয়াল রাম এবং সাংসদ ভূপেন্দ্র যাদবকে আজ আটক করার পর পুলিশ তাদের কোলকাতায় ফেরত পাঠিয়েছে।

আজ মালদা জেলা পুলিশ এদের রেলস্টেশন থেকে ফিরে যেতে বলে এবং কালিয়াচকে যেতে বাধা দেয়। বিজেপি’র এই তদন্ত দলকে মালদা স্টেশনের বাইরে বেরোতে দেয়নি। কালিয়াচকে গেলে আইন-শৃঙ্খলা খারাপ হতে পারে বলে পুলিশ তাদের জানায়।


বিজেপি সাংসদ এস এস আলুওয়ালিয়া বলেন, ‘আমরা সঠিক ঘটনা জানার জন্যই ওখানে যেতে চেয়েছি। লোকেদের আত্মবিশ্বাস ফেরানোই আমাদের উদ্দেশ্য ছিল।’ বিজেপি অভিযোগ করেছে, সত্য গোপন করতেই তাদের কালিয়াচকে যেতে বাধা দেয়া হয়েছে। রাজ্যের তৃণমূল সরকার সহিংসতায় যুক্ত অভিযুক্তদের রক্ষা করতে চাচ্ছে। বিজেপি এ ধরণের দাবি করলেও পুলিশ অবশ্য এরইমধ্যে মালদার কালিয়াচকের সহিংসতার ঘটনায় ১১ জনকে গ্রেফতার করে এই ঘটনার তদন্ত শুরু করেছে।

এরআগে গত ৬ জানুয়ারি বিজেপি বিধায়ক শমিক ভট্টাচার্য মালদার কালিয়াচকে যেতে চাইলে পুলিশ তাকে গ্রেফতার করে এবং পরে জামিনে মুক্তি দেয়।
প্রসঙ্গত, কিছুদিন আগে উত্তর প্রদেশে প্রিয় নবী (সা.)’র বিরুদ্ধে তীব্র আপত্তিকর মন্তব্য করে হিন্দু মহাসভা নেতা কমলেশ তিওয়ারি। এর প্রতিবাদে গত ৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচকে হিন্দু মহাসভা নেতা কমলেশ তিওয়ারির বিরুদ্ধে বিক্ষোভ এবং ফাঁসির দাবিকে কেন্দ্র করে কালিয়াচক থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশগাড়ি এবং অন্যান্য যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটে। আগামী ১৮ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মালদার ওই এলাকা সফর করতে পারেন।

বিজেপি এই ঘটনাকে কেন্দ্র করে ফায়দা তোলার চেষ্টা করলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যে কোনো সাম্প্রদায়িক অশান্তি নেই। বিশ্ব বানিজ্য সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিএসএফ এবং স্থানীয় মানুষদের মধ্যে গোলমালের ফলেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনা কোনো সাম্প্রদায়িক উত্তেজনা বা উসকানিমূলক ঘটনা নয়।’ বিজেপি অবশ্য এ নিয়ে হাল ছাড়তে নারাজ। তারা এ নিয়ে নিজস্ব তদন্ত টিম গড়ার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে মালদার কালিয়াচকে এনে বিষয়টিতে অন্য মাত্রা দিতে চাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।#

রেডিও তেহরান/এমএএইচ/জিএআর/১১

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here