ভারত উড়িয়ে দেওয়ার হুমকি দিল আইএস- - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬

ভারত উড়িয়ে দেওয়ার হুমকি দিল আইএস-



মহাত্মা গান্ধীর স্ট্যাচুর বেদিতে বড় বড় করে কালো রঙে লেখা রয়েছে, ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে ভারতে হামলা চালাবে ইসলামিক স্টেটের জঙ্গিরা৷ এই হুমকি বার্তা ঘিরেই ব্যাপক চাঞ্চল্য ছড়াল রাজস্থানের জয়পুর সংলগ্ন ডুডু গ্রামে৷ ইনস্পেক্টর জেনারেল ডি সি জৈন জানিয়েছেন, জয়পুরের কাছে ডুডু তালুকের মোজামাবাদ গ্রামে গান্ধীজির একটি স্ট্যাচুতে জঙ্গি হামলা চালানোর হুমকি দিয়ে আপত্তিজনক লেখা পাওয়া গিয়েছে৷ কারা লিখেছে তা জানার জন্য সবরকমের চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ 
ডুডুর পুলিশ সুপার সঞ্জয় কুমার জানিয়েছেন, "মঙ্গলবার ব্যাপক আকারে হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে৷ ইসলামিক স্টেটের নামও রয়েছে৷ তাই হাল্কাভাবে নেওয়ার প্রশ্নই উঠছে না৷" এদিকে, ইসলামিক স্টেট ফের হামলার হুমকি দেওয়া ভিডিও প্রকাশ করায় সাধারণতন্ত্র দিবসে নিরাপত্তা জোরদার করল ভারত৷ নিশিছদ্র নিরাপত্তার ঘেরাটোপে নয়াদিল্লি৷ আজ দেশের প্রধান অতিথি ফরাসি প্রেসিডেণ্ট ফ্রাঁসোয়া অলাদেঁ৷ মোদি ও অলাদেঁ আগেই ছিলেন জঙ্গিদের হিট লিস্টে৷ তাই শিরদাঁড়া টান টান করে চরম সতর্ক ভারতীয় গোয়েন্দারা৷ প্যারিসে হামলাকারী জঙ্গিদের ছবি ও পরিচয় প্রকাশ করে আইএস জঙ্গিদের নয়া হুমকি ভিডিও বার্তা প্রকাশ পেতেই বিন্দুমাত্র ঝুঁকি নিতে নারাজ পুলিশ ও ভারতীয় গোয়েন্দারা৷ দিল্লির নিরাত্তার দায়িত্বে থাকছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ, ভারতের ইণ্টেলিজেন্স ব্যুরো, র, এনআইএ এবং ফ্রান্সের প্রধান গুপ্তচর সংস্থা ডিজিএসই৷ 
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক অফিসারের কথায়, গতবার প্রধান অতিথি ছিলেন ওবামা৷ গতবারের থেকে এবার নিরাপত্তার কড়াকড়ি আরও বেশি৷ অন্যদিকে, ইসলামিক স্টেটের জঙ্গি সন্দেহে ধৃত ১২ জনকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ন্যাশনাল ইণ্টেলিজেন্স এজেন্সির হেফাজতেই রাখার নির্দেশ দিলেন দিল্লির বিশেষ এনআইএ বিচারক অমরনাথ৷ পাঠানকোটে হামলার প্রধান চক্রী জইশ-ই-মহম্মদ নেতা মাসুদ আজহারকে যৌথভাবে জেরা করার যে প্রস্তাব ভারত পাকিস্তানকে দিয়েছিল তা সোমবার পাকিস্তান নাকচ করে দিয়েছে৷ এদিনই আল কায়দা জঙ্গি সন্দেহে ঝাড়খণ্ডে পূর্ব সিংভূম জেলা থেকে আহমেদ মাসুদ আক্রাম শেখ এবং নাসিম আখতার ওরফে রাজুকে গ্রেফতার করল পুলিশ৷ এরা জামশেদপুরে আল কায়দার স্লিপার সেল হিসাবে কাজ করছিল৷  

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here