আপনি কি প্রায় সারা দিনই ইন্টারনেটে ব্যস্ত থাকেন। সব মিলিয়ে সপ্তাহে কত ঘণ্টা বলুন তো? ২৫ ঘণ্টার বেশি নয় তো? তা হলে কিন্তু সাবধান! কারণ নিজের অজান্তেই আপনি পরিবারের থেকে আলাদা হয়ে যাচ্ছেন। বয়োলজিকাল জার্নাল প্লস ওয়ানে এই তথ্যই প্রকাশিত হয়েছে।

বি়জ্ঞানীরা জানিয়েছেন, সপ্তাহে ২৫ ঘণ্টারও বেশি সময় যাঁরা ইন্টারনেটে ব্যস্ত থাকেন তাঁরা একটা সময়ের পর একাকীত্বে ভোগেন। পরিবারের মধ্যে থেকেও তাঁরা একা। আমেরিকার জনবসতির ১৫% এর উপর এই গবেষণা চালিয়েছেন কয়েকজন গবেষক। তবে উল্টোটাও ঠিক। এর সুফলও রয়েছে। অনেক সময়ই দূরের মানুষের সঙ্গে নতুন করে সম্পর্কও গড়ে তোলে এই ইন্টারনেট।