আরএসএস আগে তাদের দফতরে তেরঙ্গা পতাকা উত্তোলন করুক: দেওবন্দ - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬

আরএসএস আগে তাদের দফতরে তেরঙ্গা পতাকা উত্তোলন করুক: দেওবন্দ

আরএসএস আগে তাদের দফতরে তেরঙ্গা পতাকা উত্তোলন করুক: দেওবন্দ

আরএসএস আগে তাদের দফতরে তেরঙ্গা পতাকা উত্তোলন করুক: দেওবন্দ
 (রেডিও তেহরান): ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস-এর পক্ষ থেকে মাদ্রাসায় তেরঙ্গা পতাকা উত্তোলনের উপদেশ দেয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে প্রখ্যাত ইসলামী শিক্ষা কেন্দ্র দারুল উলুম দেওবন্দ।

দেওবন্দের মিডিয়া সচিব মাওলানা আশরাফ ওসমানী বলেন, ‘আরএসএস-এর কোনো অধিকার নেই মাদ্রাসায় এ ধরণের নির্দেশিকা জারি করার। মাদ্রাসার নিজস্ব অধিকার রয়েছে তারা কোন কোন জাতীয় উৎসবে তেরঙ্গা পতাকা উত্তোলন করবে। জাতীয় স্বাধীনতা আন্দোলনে মাদ্রাসার অবদানকে ভুলে গেলে চলবে না। দেশের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে আরএসএস-এর কোনো অনুভুতি নেই। সুতরাং মাদ্রাসার ওপর চাপ সৃষ্টি করা অন্যায়।’    


দেওবন্দের পক্ষ থেকে আরএসএস-এর পরামর্শের বিরোধিতা করে বলা হয়েছে, তারা কি আরএসএস-এর সদর দফতর নাগপুরে তেরঙ্গা পতাকা উত্তোলন করে? দেওবন্দের সামাজিক সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ-এর সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত মাদ্রাসা আগে থেকেই ১৫ আগস্ট স্বাধীনতা দিবস এবং ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তেরঙ্গা পতাকা উত্তোলন করে আসছে। এই দুই দিন মাদ্রাসা ছুটিও থাকে।’  

দেওবন্দের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, ‘আরএসএস-এর পক্ষ থেকে এ ধরণের নির্দেশ জারি করার আগে তারা নিজস্ব সদর দফতরে তেরঙ্গা পতাকা উত্তোলন করুক- তারপর এ নিয়ে কথা বলুক।’

মাওলানা আশরাফ ওসমানী বলেন, ‘আরএসএস খোদ নিজেরা এক রংয়ের পতাকাকে মানে এবং তাকে বন্দনা করে থাকে। আরএসএস-এর স্বয়ংসেবকরা নিজেদের সমস্ত কর্মসূচিতে স্রেফ নিজেদের পতাকার সামনে মাথানত করে। তারা আগে নাগপুরে সংগঠনের সদর দফতরে তেরঙ্গা পতাকা উত্তোলন করুক।’  
আরএসএসএস-এর রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের পক্ষ থেকে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশজুড়ে মাদ্রাসায় তেরঙ্গা পতাকা উত্তোলন করার উপদেশ দেয়া হয়েছে।  এজন্য দেশের বিভিন্ন মাদ্রাসায় চিঠিও দিয়েছে তারা। রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের উত্তর প্রদেশের সমন্বয়কারী মেরাজধ্বজ সিং জানান, এ অভিযানের নাম ‘পতাকা উত্তোলন’ রাখা হয়েছে। সারা দেশে এই অভিযান চালানো হবে।#

রেডিও তেহরান/এমএএইচ/এআর/১০     

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here