আমেরিকার সেনাবাহিনীতে আত্মহত্যার হার বেড়েছে - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

আমেরিকার সেনাবাহিনীতে আত্মহত্যার হার বেড়েছে

আমেরিকার সেনাবাহিনীতে আত্মহত্যার হার বেড়েছে

আমেরিকার সেনাবাহিনীতে আত্মহত্যার হার বেড়েছে
 (রেডিও তেহরান): আমেরিকার সেনাবাহিনীতে আত্মহত্যার হার গত বছরের তৃতীয় ত্রৈমাসিকে আশংকাজনকভাবে বেড়েছে। মার্কিন সেনাবাহিনীর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। মার্কিন ডিফেন্স সুইসাইড প্রিভেন্সন অফিস এ প্রতিবেদন প্রকাশ করেছে।
এতে দেখা যায়, রিজার্ভসহ চাকরিরত মার্কিন সেনাবাহিনীর সব শাখায় গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আত্মহত্যার হার বেড়েছে। ২০১৪ সালের একই সময়ের তুলনায় এ হার বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ২০১৪ সালে চাকরিতে সক্রিয় সেনা সদস্যদের মধ্যে ৫৭ জন আত্মহত্যা করেছিল। কিন্তু গতবছর এ সংখ্যা বেড়ে ৭২’এ পৌঁছেছে। অন্যদিকে একই সময়ে রিজার্ভে সেনাদের আত্মহত্যার সংখ্যা ৪৮ থেকে বেড়ে ৭০’এ দিয়ে ঠেকেছে।


একই সময়ে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে মেরিন কোরে। এ বাহিনীতে ২০১৪ সালে ৬ জনের আত্মহত্যার ঘটনা ঘটলেও ২০১৫ সালে তা এক লাফে ১৩’তে যেয়ে ঠেকে।

প্রতিবেদনে আত্মহত্যার কারণ নিয়ে কোনো মন্তব্য করা হয় নি।

অবশ্য বিদেশে দীর্ঘদিন মোতায়েন, যুদ্ধ ফেরত সেনাদের যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত না করাকে দেশটির সেনা সদস্যদের আত্মহত্যার প্রধান কারণ হিসেবে মনে করা হয়ে থাকে।#

রেডিও তেহরান/সমর/৬

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here