স্থানীয় আদালতে প্রকৃত জমির মালিকের কাছে হস্তান্তরের পক্ষে রায় দিলেও জবর দখলের মাধ্যমে ৩১ শতক জমি দখলে নিয়েছে একটি মহল - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫

স্থানীয় আদালতে প্রকৃত জমির মালিকের কাছে হস্তান্তরের পক্ষে রায় দিলেও জবর দখলের মাধ্যমে ৩১ শতক জমি দখলে নিয়েছে একটি মহল

 স্থানীয় আদালতে প্রকৃত জমির মালিকের কাছে হস্তান্তরের পক্ষে রায় দিলেও জবর দখলের মাধ্যমে ৩১ শতক জমি দখলে নিয়েছে একটি মহল


ষ্টাপ রিপোটারঃ
রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর এলাকার একজন ক্ষুদ্রে ব্যবসায়ী একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে কওলাসুত্রে ৩১ শতক জমি ক্রয়করলে ৭-৮ বছর জমিতে আবাদ করার পরে একটি মহলটি পুরো জমিটি দখলে নিয়েছে ।


ক্ষুদে ব্যবসায়ীর করা একটি  সাধারন ডাইরী থেকে  জানা গেছে, উপজেলার তাম্বুরপুর  ইউনিয়নের রহমতচর গ্রামের মোঃ শেখ ফরিদের সন্তান হল মোঃ সহিদুল ইসলাম। তিনি ৭-৮ বছর পূবে স্থানীয় মুক্তিযোদ্ধা মোঃ মফিজের কাছ থেকে তার মায়ের অংশ তৎকালীন বাজার দরে  ক্রয় কারে নেয়। ৮ বছর  পর্যন্ত কারও কোন অভিযোগ না তাকলেও ৮ বছর পরে জমির মালিকানা নিয়ে প্রশ্ন তুলছে মুক্তিযোদ্ধা  মফিজের আপন মামার কাছথেকে কওলা নেওয়া একটি  পরিবার।

মুক্তিযোদ্ধার পরিবারটির দাবি জমির মালিক হলেন মুক্তিযোদ্ধা মফিজের মা সেই সূত্রে জমির মালিক হলে মুক্তিযোদ্ধা মফিজ কিন্তু তার মামা মুক্তিযোদ্ধা  মফিজের মায়ের অংশ বিক্রি করবে কিভাবে । কারন জমির মালিতো মফিজের মা মফিজের মামাতো নয় । মুক্তিযোদ্ধা পরিবারটি দাবি করছে তারা আরো জমি পাবেন । কিন্তু বর্তমানে তাদের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারনে মায়ের অংশ উদ্ধার করতে পারছে না মুক্তিযোদ্ধা মফিজ।

এদিকে মুক্তিযোদ্ধা মফিজের কাছ থেকে ক্রয়করা জমি নিয়ে বিপাকে পরেছে ক্ষুদে ব্যবসায়ী সহিদুল ইসলাম । তিনি বলেন, স্থানীয় আমির উদ্দিনের ছেলে- আরমান , নজরুল, একরামুল , এবং শরফ উদ্দিনের ছেলে বনিজ উদ্দিন সহ আরো অনেকে বিভিন্ন সময়ে তাকে শারিক এবং মানসিক ভাবে কষ্ঠ দিচ্ছে । তিনি এসব ঘটনা স্থানীয় চেয়ারম্যানকে দিলে তিনি সহিদুলের পক্ষে রায় দিলেও ওই মহলটি তা মানছেনা বলে সহিদুল ইসলাম জানান।
সহিদুল আরো জানান, তাকে এর আগে রাস্তায়  তাকে আটকিয়ে টাকা ছিনতাই করেন। এব্যাপারে তিনি স্থানীয় থানায় একটি মামলা করেছেন।
তিনি এব্যারে উদ্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here