ছাত্রলীগের নিজেদের মধ্যে কথা কাটকাটির জেরে ১ কর্মী খুন - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ১২ আগস্ট, ২০১৫

ছাত্রলীগের নিজেদের মধ্যে কথা কাটকাটির জেরে ১ কর্মী খুন

ছাত্রলীগের নিজেদের মধ্যে কথা কাটকাটির জেরে ১ কর্মী খুন


 (রেডিও তেহরান): বাংলাদেশের সিলেটের বেসরকারী এম এম কলেজে ছাত্রলীগের কর্মীদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

নিহত আবদুল আলীম (১৯) কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। তিনি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম গ্রামের আকলিস মিয়ার ছেলে।


 (বুধবার) দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে ছুরিকাহত হওয়ার পর আলীমকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেলা আড়াইটার দিকে মৃত্যু হয় ।

কোতোয়ালি থানার ওসি জানিয়েছেন, হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আগের দিন মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে আড্ডা দেওয়ার সময় সংগঠনের কয়েকজন কর্মীর সঙ্গে আলীমের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে  বুধবার বেলা ১২টার দিকে কলেজের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় তাকে ছুরিকাঘাত করা হয়।

এদিকে রাজধানীর ঢাকা কলেজে আধিপত্য বিস্তারের চেষ্টায় গত রাতে সরকার সমর্থক ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় কলেজের ছাত্রাবাসগুলোতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঢাকা কলেজ ছাত্রলীগের এক কর্মী জানান, বুধবার গভীর রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন সমর্থিত দুই পক্ষের মধ্যে এই ‘গণ্ডগোল’ হয়।

কলেজের নর্থ হলে ছাত্রলীগ নেতা সোহেল রানার সমর্থকরা আরেক নেতা মো. রাসেলের সমর্থকদের উপর হামলা চালিয়ে হল থেকে বের করে দেয়। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া চলে।

এ প্রসঙ্গে নিউ মার্কেট থানার ওসি ইয়াসির আরাফাত জানান, গভীর রাতে গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ রাতেই ঢাকা কলেজে যায়। এ ঘটনায় কারও গুরুতর আহত হওয়ার খবর তিনি পাননি।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক সোহেল রানা বলেন,“ছাত্রলীগের কিছু জুনিয়র ছেলে সিনিয়রদের সঙ্গে খারাপ ব্যবহার করায় সামান্য একটু সমস্যা হয়েছে।#


রেডিও তেহরান/এআরকে/জিএআর১২

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here