সৈয়দপুরে পরপর দু’কন্যা সন্তান জন্ম দেয়ায় স্ত্রীকে নির্যাতন - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ৯ আগস্ট, ২০১৫

সৈয়দপুরে পরপর দু’কন্যা সন্তান জন্ম দেয়ায় স্ত্রীকে নির্যাতন

সৈয়দপুরে পরপর দু’কন্যা সন্তান জন্ম দেয়ায় স্ত্রীকে নির্যাতন

খাদেমুল মোরসালিন শাকীর,কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি॥ নীলফামারীর সৈয়দপুরে পরপর দু’টি কন্যা সন্তান জন্ম দেয়ার কারণে এক পাষন্ড স্বামী তার স্ত্রীকে অমানবিক নির্যাতন সহ ৫ লাখ টাকা যৌতুক দাবী করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে আদালতে মামলা হয়েছে। 

মামলা সূত্রে জানা যায়, সৈয়দপুর শহরের ৮নং ওয়ার্ডের ক্যান্টনমেন্ট রোড বালাপাড়া এলাকার মৃত এনামুল মজিদের ছেলে এহসানুল কবির (৪৮) দুলালের সাথে নয়াটোলা  মহল¬ার মৃত বসির উদ্দিনের মেয়ে নিঘাত পারভীনের বিয়ে হয় ১৯৯১ সালে। বিয়ের পর মেয়ের সুখের কথা ভেবে জামাতা দুলালকে নগদ ২ লাখ টাকা উপঢৌকন দেওয়া হয়। সংসার চলাকালীন নিঘাত পারভীনের গর্ভে পর পর দুই কন্যা সন্তানের জন্ম হয়। ছেলে না হয়ে শুধু কন্যা    সন্তান জন্ম নেওয়ায় সংসারে অশান্তি ও ঝগড়ার সূত্রপাত ঘটে। কন্যা সন্তান কেন হলো এ কারণে নিঘাত পারভীনকে তার বাবার বাড়ি থেকে ৫ লাখ টাকা অথবা বাবার বাড়ির জমির ভাগ নিতে চাপ দেওয়া হয়। এতে অপরাগতা প্রকাশ করলে শারীরিক ও মানসিক নির্যাতন এবং দাবিকৃত অর্থ না আনলে স্বামীর সংসারে থাকা হবে না বলে হুমকি দেওয়া হয়। কিন্তু নিঘাত পারভীন এতেও অপরাগতা প্রকাশ করলে গত ২৩ জুলাই স্ত্রী নিঘাতকে লাঠি দিয়ে বেদম মারপিট ও তার শরীলের বিভিন্ন স্থানে থেতলে দিয়ে রাত প্রায় ৮টায় সময় বাড়ির বাইরে ফেলে দেওয়া হয়। পরে পথচারীরা নিঘাত পারভীনকে জ্ঞানহীন অবস্থায় উদ্ধার করে ভর্তি করায় সৈয়দপুর হাসপাতালে। সেখানে ৫ দিন  চিকিৎসাধীন থাকার পর  ২৯ জুলাই নীলফামারী বিজ্ঞ নারী শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন নিঘাত পারভিন।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here