- rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ২ আগস্ট, ২০১৫

‘মোল্লা ওমরকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে’


গণমাধ্যমে ব্যাপক প্রচারিত মোল্লা ওমরের ছবি গণমাধ্যমে ব্যাপক প্রচারিত মোল্লা ওমরের ছবি
২ আগস্ট (রেডিও তেহরান): আফগানিস্তানের সাবেক তালেবান নেতা মোল্লা ওমরকে বিষয় দিয়ে হত্যা করা হয়েছে।  এ ঘটনার সঙ্গে বর্তমান তালেবান নেতা মোল্লা ওমর জড়িত ছিলেন বলে তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট ফিদাই মাহনাজ সশস্ত্রগোষ্ঠী দাবি করেছে।

ফিদাই মাহনাজ গোষ্ঠীর বিবৃতিতে বলা হয়েছে, মোল্লা ওমরকে ওষুধের বদলে এ বিষ দেয়া হয়েছে। মানসুর এ কাজটি করেছেন দাবি করে বিবৃতিতে আরো বলা হয়, ওষুধটি সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছিল। এটি ধীরে ধীরে মোল্লা ওমরকে মেরে ফেলেছে বলে বিবৃতিতে দাবি করা হয়।

ফিদাই মাহনাজের বিবৃতিতে বলা হয়েছে, ২০১৩ সালে কাতারে তালেবানের লিঁয়াজো দফতর খোলা নিয়ে ওমর এবং মানসুরের মধ্যে প্রচণ্ড কথা কাটাকাটি হয়েছ। এ ওষুধ খাওয়ার তিন দিনের মধ্যেই মোল্লা ওমর মারা যায় বলে ফিদাই মাহনাজ গোষ্ঠী দাবি করেছে।

অবশ্য মোল্লা ওমর মারা যাওয়ার নিয়ে পরস্পর বিরোধী অনেক খবরই পাওয়া যাচ্ছে। কেউ কেউ দাবি করছেন গুলিতে নিহত হয়েছেন, অন্যদিকে কেউ কেউ দাবি করছে অসুখে ভুগে মারা গেছেন মোল্লা ওমর।

তালেবান সূত্রের বরাত দিয়ে  পাকিস্তানের প্রবীণ সাংবাদিক রহিমুল্লাহ ইউসুফজাই বলেছেন, মোল্লা ওমরের লাশ কবর থেকে তোলা হয়েছিল এবং বুকে এবং মাথায় দু’টো গুলির চিহ্ন পাওয়া গেছে বলে কেউ কেউ দাবি করেছেন। অন্যদিকে সাবেক এক তালেবানমন্ত্রী দাবি করেছেন, মোল্লা ওমর যক্ষ্মায় ভুগে মারা গেছেন।#

রেডিও তেহরান/সমর/২

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here