মামলা তুলে নিতে আলটিমেটাম পীরগাছা বাড়ি ভাংচুর, লুটপাট ও হত্যা চেষ্টা মামলার বাদী নিরাপত্তাহীনতায় - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ৩ আগস্ট, ২০১৫

মামলা তুলে নিতে আলটিমেটাম পীরগাছা বাড়ি ভাংচুর, লুটপাট ও হত্যা চেষ্টা মামলার বাদী নিরাপত্তাহীনতায়

মামলা তুলে নিতে আলটিমেটাম

পীরগাছা বাড়ি ভাংচুর, লুটপাট ও হত্যা চেষ্টা মামলার বাদী নিরাপত্তাহীনতায়


মোঃ হারুন অর – রশিদ, পীরগাছা(রংপুর)
রংপুরের পীরগাছায় বাড়ি ভাংচুর, লুটপাট ও হত্যা চেষ্টার ঘটনায় মামলা দায়ের করায় বাদী ও তার পরিবারের লোকজনকে ভিটেমাটি ছাড়া করার হুমকী দিয়েছে সন্ত্রাসীরা। তারা মামলা তুলে নেয়ার জন্য ৭ দিনে আলটিমেটাম দিয়েছে। এতে ভূক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতা রয়েছে।

উপজেলার কান্দি ইউনিয়নের কাবিলাপাড়া গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে শামসুল হক ও আব্দুল জব্বারের মেয়ে জরিনা বেগমের সাথে দীর্ঘ দিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ ও মামলা চলে আসছে। এরই জের ধরে ২৭ জুলাই দুপুর বেলা জরিনা একদল ভাড়াটিয়া সন্ত্রাসীসহ শামসুল হকের বাড়িতে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা শামসুল হক, তার ছেলে ফজলু মিয়া, স্ত্রী ফজি বেগম, কন্যা শামসুলন্নাহার বেগম, ভাতিজি শাহজাদী বেগম ও ভাতিজা এরশাদ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তারা ফজলুর বসত ঘর ও ভিতরের আসবাবপত্র ভাংচুর করে ক্ষতিসাধন ও এক লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় শামসুল বাদী হয়ে ১৪ জনকে আসামী করে পীরগাছা থানার মামলা নং- ৪৯, তাং- ৩০/০৭/২০১৫ইং দায়ের করেন। পরে পীরগাছা থানা পুলিশ ওই মামলার প্রধান আসামী আঙ্গুর আলীকে গ্রেফতার করে জেল-হাজতে পাঠায়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে জরিনা ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী দল। তারা শামসুলের পরিবারকে হয়রানী করতে একটি সাজানো মামলার অবতারনা করে। এরপরও শামসুল ও তার পরিবারের সদস্য তাদের দায়ের করা মামলা তুলে নিতে রাজি না হলে শনিবার সকালে সন্ত্রাসীরা শামসুলের বাড়িতে গিয়ে তাদের হুমকী দিয়ে আসে। তারা মামলা তুলে নিতে ১ সপ্তাহের আলটিমেটাম দেয়। এতে নীরিহ ওই পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।
রবিবার সরেজমিন ঘটনাস্থলে গেলে স্থানীয়রা জানায়, শামসুলের পরিবারকে উচ্ছেদ করতে নানা অপচেষ্টা চালাচ্ছে জরিনা ও তার সন্ত্রাসী বাহীনি। তারা নিরীহ ওই পরিবারটিকে বাঁচাতে পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। স্থানীয় লোকজন বলেন, জরিনা এলাকায় মামলাবাজ হিসেবে পরিচিত এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এসময় তারা জরিনাকে গ্রেফতার দাবী করেন।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here