জঙ্গি অর্থায়নের অভিযোগে সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী আটক - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ১৯ আগস্ট, ২০১৫

জঙ্গি অর্থায়নের অভিযোগে সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী আটক

জঙ্গি অর্থায়নের অভিযোগে সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী আটক-http://www.jugantor.com/current-news/2015/08/19/310373

প্রকাশ : ১৯ আগস্ট, ২০১৫

জঙ্গি সংগঠনকে অর্থায়নের অভিযোগে সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে তাদেরকে আটক করা হয়।
র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জঙ্গি দল ‘শহীদ হামজা ব্রিগেড’ এর চার সদস্যকে গত এপ্রিলে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছিল। যাদের অর্থায়নের অভিযোগে সুপ্রিম কোর্টের এই তিন আইনজীবীকে মঙ্গলবার রাতে আটক করা হয়।
তিনি আরো জানান, আটকদের মধ্যে বিএনপি নেতা সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাও রয়েছেন। বাকি দুজন হলেন- অ্যাডভোকেট লিটন হাসান ও অ্যাডভোকেট মাহবুব চৌধুরী বাপন। আইনজীবী লিটন ও বাপন ব্যারিস্টার শাকিলা ফারজানার সহযোগী।
র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন জানান, শহীদ হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য এক কোটি ৮ লাখ টাকা দেয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের এই তিন আইনজীবীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলায় দায়ের করা একটি মামলা রয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, ২০১৩ সাল থেকে চট্টগ্রাম ভিত্তিক এই জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’ এর কার্যক্রম শুরু হয়।
জঙ্গি অর্থায়নের অভিযোগে সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী আটক
ঢাকা, ১৯ আগস্ট:
প্রকাশ : ১৯ আগস্ট, ২০১৫
জঙ্গি সংগঠনকে অর্থায়নের অভিযোগে সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে তাদেরকে আটক করা হয়।
<a href='http://platinum.ritsads.com/ads/server/adserve/www/delivery/ck.php?n=acd94d5f' target='_blank'><img src='http://platinum.ritsads.com/ads/server/adserve/www/delivery/avw.php?zoneid=780&n=acd94d5f' border='0' alt='' /></a>
র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, জঙ্গি দল ‘শহীদ হামজা ব্রিগেড’ এর চার সদস্যকে গত এপ্রিলে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছিল। যাদের অর্থায়নের অভিযোগে সুপ্রিম কোর্টের এই তিন আইনজীবীকে মঙ্গলবার রাতে আটক করা হয়।তিনি আরো জানান, আটকদের মধ্যে বিএনপি নেতা সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাও রয়েছেন। বাকি দুজন হলেন- অ্যাডভোকেট লিটন হাসান ও অ্যাডভোকেট মাহবুব চৌধুরী বাপন। আইনজীবী লিটন ও বাপন ব্যারিস্টার শাকিলা ফারজানার সহযোগী।র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন জানান, শহীদ হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য এক কোটি ৮ লাখ টাকা দেয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের এই তিন আইনজীবীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলায় দায়ের করা একটি মামলা রয়েছে।র‍্যাবের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, ২০১৩ সাল থেকে চট্টগ্রাম ভিত্তিক এই জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’ এর কার্যক্রম শুরু হয়।
- See more at: http://www.jugantor.com/current-news/2015/08/19/310373#sthash.ezFtrfxF.dpuf
জঙ্গি অর্থায়নের অভিযোগে সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী আটক
ঢাকা, ১৯ আগস্ট:
প্রকাশ : ১৯ আগস্ট, ২০১৫
জঙ্গি সংগঠনকে অর্থায়নের অভিযোগে সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে তাদেরকে আটক করা হয়।
<a href='http://platinum.ritsads.com/ads/server/adserve/www/delivery/ck.php?n=acd94d5f' target='_blank'><img src='http://platinum.ritsads.com/ads/server/adserve/www/delivery/avw.php?zoneid=780&n=acd94d5f' border='0' alt='' /></a>
র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, জঙ্গি দল ‘শহীদ হামজা ব্রিগেড’ এর চার সদস্যকে গত এপ্রিলে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছিল। যাদের অর্থায়নের অভিযোগে সুপ্রিম কোর্টের এই তিন আইনজীবীকে মঙ্গলবার রাতে আটক করা হয়।তিনি আরো জানান, আটকদের মধ্যে বিএনপি নেতা সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাও রয়েছেন। বাকি দুজন হলেন- অ্যাডভোকেট লিটন হাসান ও অ্যাডভোকেট মাহবুব চৌধুরী বাপন। আইনজীবী লিটন ও বাপন ব্যারিস্টার শাকিলা ফারজানার সহযোগী।র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন জানান, শহীদ হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য এক কোটি ৮ লাখ টাকা দেয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের এই তিন আইনজীবীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলায় দায়ের করা একটি মামলা রয়েছে।র‍্যাবের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, ২০১৩ সাল থেকে চট্টগ্রাম ভিত্তিক এই জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’ এর কার্যক্রম শুরু হয়।
- See more at: http://www.jugantor.com/current-news/2015/08/19/310373#sthash.ezFtrfxF.dpuf

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here