আইন-শৃঙ্খলা স্থিতিশীল না থাকলে উন্নয়ন সম্ভব নয়: প্রধান বিচারপতি - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১৭ আগস্ট, ২০১৫

আইন-শৃঙ্খলা স্থিতিশীল না থাকলে উন্নয়ন সম্ভব নয়: প্রধান বিচারপতি

আইন-শৃঙ্খলা স্থিতিশীল না থাকলে উন্নয়ন সম্ভব নয়: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি এস কে সিনহা প্রধান বিচারপতি এস কে সিনহা
(রেডিও তেহরান): কুমিল্লা নগরীর শুভপুর এলাকায় রোববার সকাল সাড়ে ৯ টার দিকে দুই সন্ত্রাসী বাহিনীর বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়েছেন এক শিশু। এ ঘটনায় আহত হয়েছে সন্ত্রাসী গ্রুপের আরো ৩ জন।
হাসপাতাল ইর্মাজেন্সি সূত্র জানান, নগরীর শুভপুর এলাকার রিকশা চালক মফিজ মিয়ার চার বছরের ছেলে শিশুটির হাতে ও পেটে গুলিবিদ্ধ হয়েছে।


অন্য এক ঘটনায়, উপ-বৃত্তির টাকার বিতরণের সময় চাঁদপুর জেলার  কচুয়ায় ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে সন্ত্রাসীদের হামলায় শিক্ষক শিক্ষার্থীসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। এতে আহত হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্তত ৩০/৩৫ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার জানান, শুক্রবার ছাত্র-ছাত্রীদের উপ-বৃত্তির টাকা বিতরণের সময় স্থানীয় কয়েকজন সন্ত্রাসী এসে উপ-বৃত্তির টাকা থেকে তাদের একটি অংশ তাদের চাঁদা হিসেবে দিতে হবে বলে দাবি করে। টাকা না দেয়ায় শনিবার তারা আবার বিদ্যালয়ে এসে তার ওপর হামলা করে।

এ ঘটনার পর ছাত্র-ছাত্রীরা সন্ত্রাসীদের শাস্তি দাবি করে মিছিল বের করলে তারা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে শিক্ষকসহ অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হন। এ সময় তারা বিদ্যালয়েও ভাংচুর চালায়। পরে স্থানীয়রা আহতদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অপরদিকে, মাদারীপুরে দুই স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে আজকের নির্ধারিত মানববন্ধন পুলিশী বাধায় পণ্ড হয়ে গেছে।

জেলার এএইচ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে মানববন্ধন করতে গেলে পুলিশ ব্যানার ছিনিয়ে নেয় এবং মানববন্ধনে অংশ নিতে আসা  শিক্ষক শিক্ষার্থী ও আভিভাবকদের লাঞ্ছিত করে।

মাদারীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল ঘোষ জানান, মানববন্ধন করার ব্যাপারে পুলিশ ও প্রশাসনের কোনো অনুমিত না থাকায় বাধা দেয়া হয়েছে।

এদিকে, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা মন্তব্য করেছেন,  দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল না থাকলে উন্নয়ন সম্ভব নয়।

শনিবার রাতে রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের বিচারকদের বার্ষিক জুডিশিয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধান বিচারপতি নিম্ন আদালতের বিচারকদের দীর্ঘদিন ধরে পড়ে থাকা মামলাগুলো বিচক্ষণতা এবং দ্রুততার সাথে নিষ্পত্তির নির্দেশ দেন। 

প্রধান বিচারপতি বলেন, দেশের বিচারাঙ্গনকে ডিজিটালাইজড করার প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল আদালতকে ডিজিটালাইজড করা হবে। এ সময় গ্রেফতারকারীদের রিমান্ডে নিতে পুলিশের আবেদনের পরপরই রিমান্ড শুনানি সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, সঠিক বিচার প্রাপ্তি নিশ্চিত করতে নবীন বিচারকসহ আইনজীবীদের প্রশিক্ষণের বিকল্প নেই। উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া দক্ষতা অর্জনও সম্ভব নয়।#

রেডিও তেহরান/এআরকে/এআর/১৬

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here