দেশের মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিতে হবে -মুহাম্মদ আবদুল জব্বার - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫

দেশের মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিতে হবে -মুহাম্মদ আবদুল জব্বার

দেশের মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিতে হবে

-মুহাম্মদ আবদুল জব্বার


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেছেন, দেশের মানুষ আজ ফ্যাসিবাদী সরকারের হাতে জিম্মি। তাই গণতন্ত্র পুনরোদ্ধারে যে কোন মুহুর্তে সাথীদের নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত থাকতে হবে।

তিনি আজ চট্টগ্রামের এক মিলনায়তনে ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার উদ্যোগে বাঁশখালী উপজেলার সাথীদের নিয়ে অনুষ্ঠিত সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শাখা সভাপতি জাওয়াদ মাহমুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মো’তাসিম বিল্লাহ, সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ফয়সাল মো. ইউনুস, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সাবেক সভাপতি ইমরুল হাসান, কক্সবাজার জেলা সভাপতি সরওয়ার কামাল সিকদার।
জেলা সেক্রেটারী আলী আদনানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা শিবিরের প্রচার সম্পাদক আজাদ চৌধুরী, মাদরাসা কার্যক্রম সম্পাদক আরমান হোসাইন ইলাহী ও সাহিত্য সম্পাদক আবু রায়হান প্রমুখ।

শিবির সভাপতি বলেন, ইসলাম ও ইসলামী আন্দোলন আদিকাল থেকে চরম পরীক্ষা দিয়ে আসছে। সর্ব পর্যায়ের দা’য়ী গণ ঈমানী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আখেরাতের পথে পা বাড়িয়েছে। দীর্ঘ কন্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে ইসলামী বিপ্লব সাধন করেছে। শাহ মাখদুম, শাহজালাল, শহীদ তিতুমীর, শরীয়তুল্লাহ থেকে শুরু করে সকলেই ইসলামের সুমহান আদর্শ মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে গেছেন। শত নির্যাতন নিষ্পেষণ আমাদের এই কাফেলাকে রুদ্ধ করে পারে নি, পারবেও না, ইনশাআল্লাহ। তবে ইসলাম বিদ্বেষী কুচক্রীমহলের ষড়যন্ত্র উপেক্ষা করে ইসলামের বিজয় কেতন উড়ানো এখন সময়ের দাবী।

প্রধান অতিথি আরো বলেন, সরকার আইন শৃংখলা থেকে শুরু করে মানুষের মৌলিক অধিকার পূরণে ব্যর্থ হয়েছে। প্রতিদিন সারি সারি লাশের মিছিল থেকে প্রিয়জনের লাশ চিহ্নিত করতে হচ্ছে। নারী-শিশু এমনকি বৃদ্ধরা পর্যন্ত নিজেদের ঘরে রেহাই পাচ্ছে না। উন্নয়নের ধোঁয়া তুলে মানুষের মৌলিক অধিকার হরণ করছে প্রতিনিয়ত। সাংবাদিক ও মিডিয়ার ঠুটি চেপে ধরে গণতন্ত্রের হাস্যরসে মেতে উঠেছে। জাতির পরিত্রাণে তাই সাথী ভাইদের এগিয়ে আসতে হবে। দেশ ও দেশের মানুষের প্রয়োজনে নিজেকে উৎসর্গ করার জন্য প্রস্তুত হওয়ারও আহবান জানান।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here