অসমে গরীবদের কথা শোনার মতো সরকারের প্রয়োজন: মোদি - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৬

অসমে গরীবদের কথা শোনার মতো সরকারের প্রয়োজন: মোদি

অসমে গরীবদের কথা শোনার মতো সরকারের প্রয়োজন: মোদি

অসমে গরীবদের কথা শোনার মতো সরকারের প্রয়োজন: মোদি
(রেডিও তেহরান): ভারতের অসম রাজ্যে সফরে গিয়ে বিরোধীদের সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি (শুক্রবার) ডিব্রুগড়ের লেপেটকটায় উত্তরপূর্ব ভারতের প্রথম পেট্রো রসায়ন প্রকল্প ব্রহ্মপুত্র ক্র্যাকার অ্যান্ড পলিমার লিমিটেড এবং নুমালিগড় রিফাইনারি লিমিটেড-এর উদ্বোধন করেন।

সেখানে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধীরা আমাদের কাজকর্মে বাধা সৃষ্টি করছে এবং সংসদের কাজকর্ম চলতে দিচ্ছে না। বিরোধীরা রাজ্যসভা চলতে না দিয়ে গরীবদের জন্য কাজ করতে দিচ্ছে না। অসমে এবার গরীবদের কথা শোনার মতো সরকারের প্রয়োজন।’

প্রধানমন্ত্রী গান্ধী পরিবারের প্রতি উদ্দেশ করে বলেন, ‘গান্ধী পরিবার লোকসভায় বড় পরাজয়ের কথা ভুলতে পারছে না। ওরা সংসদের কাজকর্মে বাধা দিয়ে এর প্রতিশোধ নিচ্ছে। বিরোধী দলের অনেক নেতা আছেন যারা বিরোধিতা করলেও তারা সংসদের কাজ চলতে দিতে চান। কিন্তু একটি পরিবারই এ নিয়ে বাধা সৃষ্টি করে যাচ্ছে এবং তারা রাজ্যসভার কাজকর্মে বাধা দিচ্ছে।’


প্রধানমন্ত্রী অসম বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি’র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সর্বানন্দ সনোয়ালের নাম দুই বার উল্লেখ করেন। তিনি আজ দুটি প্রকল্পের উদ্বোধন করে বলেন, এই দুটি প্রকল্পের সূচনায় আজ সারা ভারতে ‘আনন্দ’ এবং অসমে ‘সর্বানন্দ’। যদি অসমে এই দুটি প্রকল্প ২৫ বছর আগে সম্পূর্ণ করা যেত তাহলে গোটা অসমে সর্বানন্দের পরিবেশ থাকত। অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী কৌশলে এই দুটি শব্দকে বাছাই করেছেন বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী আজ যখন বক্তব্য দিচ্ছিলেন তখন অবশ্য মঞ্চে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়ালও উপস্থিত ছিলেন। তিনি অসম রাজ্যের বিজেপি প্রেসিডেন্টের পদেও অধিষ্ঠিত রয়েছেন। তাকেই এবার মুখ্যমন্ত্রী হিসেবে প্রোজেক্ট করে নির্বাচনি লড়াতে নেমেছে বিজেপি।

এদিকে, দিল্লিতে আজ বিকেলে প্রধানমন্ত্রীর পাল্টা জবাব দিয়েছেন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। তিনি সাংবাদিকদের জানান, ‘প্রধানমন্ত্রীর অজুহাত তৈরি করা কাজ নয়, তার কাজ দেশ চালানো। প্রধানমন্ত্রীর এখন দেশ চালানোর কাজ শুরু করা উচিত।’

তিনি বলেন, ‘কংগ্রেস গরীবদের অধিকার আদায়ের জন্য সরকারের বিরোধিতা করে। প্রধানমন্ত্রী মোদি দেড় বছর দেশ চালালেও আজ কৃষক কাঁদছে, ছোট ব্যবসায়ী এমনকি বড় শিল্পপতিরাও কাঁদছে। আমি অবাক হয়ে যাই, বড় বড় শিল্পপতিরা আমাদের কাছে এসে বলেন, সরকার তাদের জন্য কাজ করছে না! #

রেডিও তেহরান/এমএএইচ/এআর/৫

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here