‘অসমে বিজেপি-বিপিএফ ক্ষমতায় এলে বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করা হবে’ - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬

‘অসমে বিজেপি-বিপিএফ ক্ষমতায় এলে বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করা হবে’

‘অসমে বিজেপি-বিপিএফ ক্ষমতায় এলে বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করা হবে’

‘অসমে বিজেপি-বিপিএফ ক্ষমতায় এলে বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করা হবে’
 (রেডিও তেহরান): অসমে বিজেপি-বিপিএফ সরকার ক্ষমতায় এলে রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করা হবে বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট অমিত শাহ। তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং অন্যান্য ইস্যুতে রাজ্যে ক্ষমতাসীন কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেছেন।

অমিত শাহ বুধবার অসমের কোকড়াঝাড় এবং নওগাঁতে দুটি জায়গায় জনসভা করে বলেন, ‘ভোট ব্যাংকের রাজনীতির জন্য কংগ্রেস অনুপ্রবেশ ইস্যুতে কিছু করেনি। অন্যদিকে, নরেন্দ্র মোদি সরকার ৬০ হাজার এ ধরণের লোকদের চিহ্নিত করেছে।’

অমিত শাহ অবশ্য শনাক্ত করা লোকদের ভাগ্যে কী ঘটবে তা স্পষ্ট করেননি। যদিও অমিত শাহের ভাষণে এটা স্পষ্ট হয়েছে যে, অনুপ্রবেশ সংক্রান্ত ইস্যু এবার কংগ্রেসের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হবে। তিনি বলেন, ‘রাজ্যে বিজেপি-বিপিএফ সরকার গঠন হওয়ার পরে রাজ্যে অনুপ্রবেশ হতে দেবে না। যারা অনুপ্রবেশ করবে তাদের শনাক্ত করা হবে। ভোট ব্যাংকের জন্য অনুপ্রবেশে উৎসাহ দিয়েছে কংগ্রেস সরকার।’


অমিত শাহের দাবি, ‘যেসব রাজ্যে বিজেপি ক্ষমতাসীন রয়েছে সেখানে উন্নয়নের বাতাস বইছে। গত ১৫ বছরে অসমে কোনো উন্নয়ন হয়নি। এখানে কংগ্রেস সরকার রয়েছে অথচ এক কোটি লোক এখনো দারিদ্র্য সীমার নীচে বসবাস করছে। এখানে ২৩ লাখ যুবক কর্মহীন হয়ে রয়েছে।’

মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সরকারের প্রতি আক্রমণ করে অমিত শাহ বলেন, ‘১৫ বছর ধরে কেন্দ্রীয় সরকার থেকে যে টাকা দেয়া হয়েছে, তা জনতার কাছে না পৌঁছে তরুণ গগৈয়ের মন্ত্রীদের বাসায় পৌঁছেছে।’

অমিত শাহ কোকড়াঝাড়ের সভায় বোড়োল্যান্ড পিপলস ফ্রন্টের (বিপিএফ) সঙ্গে নির্বাচনি জোটের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বলেন, “আমরা বিপিএফ-এর সঙ্গে জোট করে নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছি। এটা শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং বোড়োল্যান্ডের উন্নয়ন সম্পর্কিত সিদ্ধান্ত। এটা অসমের জন্য ঐতিহাসিক ঘটনা হতে চলেছে।”

রেডিও তেহরান/এমএএইচ/এআর/১১

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here