আফজাল গুরু সম্পর্কিত সিদ্ধান্ত সম্ভবত ঠিক হয়নি : পি চিদম্বরম - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

আফজাল গুরু সম্পর্কিত সিদ্ধান্ত সম্ভবত ঠিক হয়নি : পি চিদম্বরম

আফজাল গুরু সম্পর্কিত সিদ্ধান্ত সম্ভবত ঠিক হয়নি : পি চিদম্বরম

আফজাল গুরু সম্পর্কিত সিদ্ধান্ত সম্ভবত ঠিক হয়নি : পি চিদম্বরম
(রেডিও তেহরান): ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন সাবেক ইউপিএ সরকারের প্রভাবশালী মন্ত্রী পি চিদম্বরম বলেছেন, ‘সংসদ হামলায় দোষী আফজাল গুরু সম্পর্কিত সিদ্ধান্ত (ফাঁসি) সম্ভবত ঠিক ছিল না। আফজালকে প্যারোল ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ড দেয়া যেতে পারত।’

(বৃহস্পতিবার) এক ইংরেজি মিডিয়ায় দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এ নিয়ে খুব সন্দেহ রয়েছে যে আফজাল গুরু ২০০১ সালে সংসদ হামলায় কতদূর পর্যন্ত জড়িত ছিল।’ তার মতে, ‘সরকারে থাকার সুবাদে এটা বলা যায় না যে, আদালত ভুল সিদ্ধান্ত নিয়েছে। কারণ মামলা তো সরকারই চালাচ্ছিল। কিন্তু এক স্বাধীন ব্যক্তি হিসেবে বলা যেতে পারে এই মামলায় সঠিক পদ্ধতিতে সিদ্ধান্ত নেয়া হয়নি।’


চিদম্বরমকে জিজ্ঞাসা করা হয়- যখন আফজালকে ফাঁসি দেয়া হয় আপনি তখন সেই সময় সরকারের অংশ ছিলেন- জবাবে তিনি বলেন, এটা সত্য, কিন্তু ওই সময় আমি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম না। আমি এটাও বলতে পারব না যে স্বরাষ্ট্রমন্ত্রী হলেই বা কি করতাম।’

তৎকালীন কেন্দ্রীয় ইউপিএ সরকারে ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন পি চিদাম্বরম। ২০১৩ সালে আফজাল গুরুর ফাঁসির সময়ে সুশীল কুমার শিন্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।

দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বিরুদ্ধে দেশ বিরোধী তৎপরতার অভিযোগকে নাকচ করে দিয়েছেন চিদাম্বরম। তার দাবি, আদালত প্রথম শুনানিতেই এই অভিযোগ খারিজ করে দেবে। তিনি বলেন, বাকস্বাধীনতা দেশদ্রোহ নয়। যদি কোনো ভাষণ বন্দুকের নলের বারুদের মতো হয় তখনই কোনো কথাকে দেশদ্রোহ বলা যেতে পারে। ছাত্ররা এই বয়সে ভুল করে থাকে বলেও মন্তব্য করেন চিদাম্বরম।

আফজাল গুরুকে কেন্দ্র করে জেএনইউ ইস্যুতে যখন দেশদ্রোহ, দেশপ্রেম, জাতীয়তাবোধ ইত্যাদি নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে এবং সংসদেও এনিয়ে ঝড় উঠেছে তখন পি চিদাম্বরমের মন্তব্যে তার দল কংগ্রেস অস্বস্তিতে পড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

রেডিও তেহরান/এমএএইচ/এআর/২৫

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here