ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে তোপের মুখে পোপ - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬

ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে তোপের মুখে পোপ

ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে তোপের মুখে পোপ-dw

জিকা ভাইরাস, জন্মনিরোধ, গর্ভপাত ও ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে মন্তব্য করেছেন পোপ৷ তাঁকে ‘খ্রিষ্টান নয়' বলায় ট্রাম্প শুরু করেছেন পোপের সমালোচনা৷আইএস ভ্যাটিক্যানে হামলা চালালেই নাকি বোঝা যাবে ট্রাম্প কত বড় খ্রিষ্টান৷
মেক্সিকো সফর শেষে ভ্যাটিকানে ফেরার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস৷ আধুনিক মনস্কতা এবং বেশ সাহসী মন্তব্যের কারণে ইতিমধ্যে আলোচিত পোপ আবারও আলোচনায় এসেছেন তাঁর কিছু মন্তব্যের কারণে৷ জিকা ভাইরাসের প্রাদূর্ভাব রোধের বিষয়ে কথা বলতে গিয়ে জন্ম নিয়ন্ত্রণ এবং গর্ভপাতের বিষয়েও সরাসরি মন্তব্য করেছেন ৮০ বছর বয়সি ধর্মীয় নেতা৷ এমনিতে জন্মনিরোধ এবং গর্ভপাতের বিরোধী হলেও জিকা ভাইরাসের কারণে শিশুর ‘ত্রুটিযুক্ত জন্মের' চেয়ে জন্মনিরোধ এবং গর্ভপাত কম খারাপ কিনা – এমন একটি প্রশ্নের জবাবে পোপ বলেছেন, ‘‘গর্ভপাত মোটেই কম অশুভ নয়৷ গর্ভপাত একটি অপরাধ৷ এটা একজনকে বাঁচানোর জন্য আরেকজনকে মেরে ফেলার নামান্তর৷ এমন কাজ মাফিয়ারা করে থাকে৷''
তবে গর্ভধারণ এড়ানোর জন্য ব্যবস্থা গ্রহণ সম্পর্কে পোপ ফ্রান্সিস বলেন, ‘‘গর্ভধারণ এড়ানোটা কখনোই চূড়ান্ত রকমের অশুভ বিষয় নয়৷''

জিকা ভাইরাসের সংক্রমণ মূলত সংক্রমিত মশার কারণেই হয়৷ তবে অনিয়ন্ত্রিত যৌনমিলনের কারণেও কিছু মানুষের সংক্রমিত হওয়ার প্রমাণ পাওয়া গেছে৷
প্রয়োজনে জন্মনিরোধক ব্যবহার করায় কোনো সমস্যা নেই – এমন মত প্রকাশ করতে গিয়ে চার দশক আগে যে একজন ক্যাথলিক ধর্মযাজকের অনুমতিতে সন্ন্যাসিনীরাও জন্মনিরোধক ব্যবহার করেছিলেন সেই দৃষ্টান্ত তুলে ধরেন পোপ ফ্রান্সিস৷ তিনি জানান, পোপ পল (ষষ্ঠ)-এর সময়ে একবার আফ্রিকায় মানবিক সেবাদানের মিশনে গিয়ে ধর্ষণের ঝুঁকির মুখোমুখি হয়েছিলেন খ্রিষ্টান সন্ন্যাসীরা৷ ধর্ষণের কারণে অনেকে অনাকাঙ্খিতভাবে গর্ভধারণও করেছিলেন৷ তখন সন্ন্যাসীদের গর্ভনিয়ন্ত্রণের জন্য আগাম ব্যবস্থা নেয়ার অনুমতি দিয়েছিলেন বলে জানান পোপ ফ্রান্সিস
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের নেতা ডোনাল্ড ট্রাম্প সম্পর্কেও তাঁর মন্তব্য জানতে চেয়েছিলেন সাংবাদিকরা৷ ট্রাম্প যে ১ কোটি ১০ মানুষকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়ার ঘোষণা দিয়েছেন, বলেছেন প্রেসিডেন্ট হলে তিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল তুলে অভিবাসীদের স্রোত বন্ধ করবেন – এ সব সম্পর্কে পোপের মন্তব্য, ‘‘কোনো ব্যক্তি যদি সেতু না গড়ে মানুষের মাঝে দেয়াল গড়তে চায়, তাহলে সে খ্রিষ্টান নয়৷''
এই মন্তব্য শুনে তেলেবেগুনে জ্বলে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প৷ উল্টে পোপ ফ্রান্সিসের সমালোচনা করে বলেছেন, ‘‘একজন ধর্মীয় নেতার কারো ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তোলাটা খুব লজ্জাজনক৷'' এখানেই থেমে থাকেননি ট্রাম্প৷ নিজের ধর্মানুরাগ সম্পর্কে ধারণা দিতে গিয়ে বিতর্কিত এই রিপাবলিকান নেতা বলেন, ‘‘আমরা তো জানি আইএস বা আইসিস-এর প্রধান লক্ষ্য হলো ভ্যাটিকানে হামলা চালানো৷ আমি নিশ্চিতভাবেই বলতে পারি, আইসিস যদি কখনো ভ্যাটিকানে হামলা চালায় তখন পোপ নিশ্চয়ই ভাববেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলেই ভালো হতো, কেননা তিনি থাকলে কখনোই এ হামলা হতো না৷''

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here