বাংলাদেশী ছিটমহল থেকে ১৫,৮০০ জন ও ভারতীয় ছিটমহলগুলি থেকে ৯৮০ জন ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন- - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৬

বাংলাদেশী ছিটমহল থেকে ১৫,৮০০ জন ও ভারতীয় ছিটমহলগুলি থেকে ৯৮০ জন ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন-

বিনিময়ের পরে বাংলাদেশী ছিটমহল থেকে ১৫,৮০০ জন ও ভারতীয় ছিটমহলগুলি থেকে ৯৮০ জন ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন-voabangla

কয়েক মাস আগে ভারত আর বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময়ের পরে ভারতে বাংলাদেশী ছিটমহল থেকে ১৫,৮০০ জন ও বাংলাদেশে ভারতীয় ছিটমহলগুলি থেকে ৯৮০ জন ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। কিন্তু আইনি খুঁটিনাটির কারণে এঁরা এখনও ভোটাধিকার পান নি। এঁদের জন্য ভোটাধিকার নিশ্চিত করবার জন্য সংসদে আইন বদল করতে হবে। এঁরা ভোটার হবেন চারটি বিধানসভা কেন্দ্রের - মেখলিগঞ্জ, মাথাভাঙা,
সিতাই আর দিনহাটা। এই ভোটারদের মধ্যে কে কে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত, তা জেনে নেওয়ার পরেই বোঝা যাবে, নতুন ভোটারদের অন্তর্ভুক্তির ফলে ভোটকেন্দ্রগুলির মূল চরিত্র বদল হবে কিনা। আরও জানবার বিষয়, নতুন ভোটারদের কারণে চার ভোটকেন্দ্রের ভোটার সংখ্যায় ১০ শতাংশের বেশি অদল-বদল ঘটবে কিনা। আশা করা হচ্ছে, এই প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত এগোবে ও পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই তা শেষ করে ফেলা যাবে।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here