মুসলিম তরুণদের সিরিয়া ও ইরাকের পথে জার্মানি ছাড়ার হিড়িক - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬

মুসলিম তরুণদের সিরিয়া ও ইরাকের পথে জার্মানি ছাড়ার হিড়িক

মুসলিম তরুণদের সিরিয়া ও ইরাকের পথে জার্মানি ছাড়ার হিড়িক-dw

সিরিয়া ও ইরাকে গিয়ে তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস-এ যোগ দিতে জার্মানি ছেড়েছে আটশ'রও বেশি মুসলিম যুবক৷ তাদের শতকরা ৬০ ভাগই জার্মান নাগরিক৷ জার্মানির একটি দৈনিক জানিয়েছে এ খবর৷
সম্প্রতি জার্মান দৈনিক ‘ডি ভেল্ট' এক খবরে জানিয়েছে, এ বছর জার্মানি থেকে মুসলিম তরুণদের তথাকথিত জিহাদে যোগ দিতে সিরিয়া ও ইরাকে যাওয়ার প্রবণতা বেড়েছে৷ জার্মানির কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর বিকেএ-এর মুখপাত্রকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে ‘ডি ভেল্ট'৷ খবরে আরো বলা হয়, তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠন আইএস-এ যোগ দিতে যাওয়া এ সব তরুণ সিরিয়া এবং ইরাক থেকে ফিরেও আসছে৷ এ পর্যন্ত অন্তত ১৩০ জন তরুণ জার্মানি থেকে সিরিয়া ও ইরাকে গিয়ে প্রাণ দিয়েছে বলেও জানা গেছে৷ তাদের মধ্যে কয়েকজন আত্মঘাতী বোমা হামলা চালাতে গিয়ে প্রাণ হারায়৷

‘ডি ভেল্ট'-এর প্রতিবেদনে জানায়, ২০১৪ সালের জুন মাস থেকে ইরাক ও সিরিয়ায় যাওয়া ৬৭৭ জন মুসলিম তরুণের অতীত বিশ্লেষণ করেছে জার্মানির কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর বিকেএ৷ যুদ্ধে যোগ দিতে যাওয়া তরুণদের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে৷ তাদের মধ্যে শতকরা ৬০ ভাগই জার্মান নাগরিক৷ তথাকথিত জিহাদি হতে সিরিয়া ও ইরাকে যাওয়া তরুণদের এক তৃতীয়াংশ খ্রিষ্টান বা অন্য কোনো ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছেন বলেও বিশ্লেষণে দেখা গেছে৷
গত কিছুদিনে সন্দেহভাজন জঙ্গিদের আস্তানায় বেশ কিছু অভিযান চালিয়েছে জার্মান পুলিশ৷ সেসব অভিযানে সন্দেহভাজনদের গ্রেপ্তারও করা হয়েছে৷ কয়েকজনের বিরুদ্ধে মামলা চলছে৷
২০১৫ সালের ডিসেম্বরে জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কারণে দু'জনকে মোট সাত বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছে জার্মানির আদালত৷ গত জানুয়ারিতেও একজনকে ‘মানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে যুদ্ধাপরাধ'-এর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে৷
এসিবি/ডিজি (কেএনএ, এএফপি)

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here