আমেরিকায় তিন মুসলিম ব্যক্তিকে ধরে নিয়ে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন পুলিশ। - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬

আমেরিকায় তিন মুসলিম ব্যক্তিকে ধরে নিয়ে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন পুলিশ।

আমেরিকায় তিন মুসলিম ব্যক্তিকে ধরে নিয়ে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন পুলিশ।

আটকের পর ৩ মুসলিমকে হত্যার কথা নিশ্চিত করল মার্কিন পুলিশ
 (রেডিও তেহরান): আমেরিকায় তিন মুসলিম ব্যক্তিকে ধরে নিয়ে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন পুলিশ। হতভাগ্য ওই তিন ব্যক্তির লাশ ইন্ডিয়ানা থেকে উদ্ধার করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ফোর্ট ওয়াইন এলাকার অধিবাসী ওই তিন মুসলিমের লাশ বুধবার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। নিহতরা হচ্ছেন মোহাম্মাদতাহা ওমর (২৩), আদম কে. মাক্কি (২০) এবং মুহান্নাদ এ. তাইরাব (১৭)।

নিহতদেরকে কতবার গুলি করা হয়েছে তা লাশের ময়না তদন্তকারী ডাক্তার জানাননি। তবে স্থানীয় পুলিশ প্রধান গ্যারি হ্যামিলটন বলেছেন, নিহত প্রত্যেকের শরীরে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। এ ছাড়া, জননিরাপত্তা বিভাগের পরিচালনক রাস্টি ইয়র্ক বলেছেন, প্রাণদণ্ড কার্যকর করার স্টাইলে তাদেরকে হত্যা করা হয়েছে।


গোয়েন্দা কর্মকর্তারা এখনো এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে পারেননি বলে ইয়র্ক জানান। একইসঙ্গে তিনি বলেন, ধর্মীয় পরিচয় বা জাতীয়তার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে কিনা তা বলার সময় এখনো আসেনি। তবে নিহতরা কোন দেশের নাগরিক তাও জানাননি তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা ও হত্যার হুমকি সাম্প্রতিক মাসগুলোতে আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। ফ্রান্সের রাজধানী প্যারিস ও আমেরিকার ক্যালিফোর্নিয়ায় কিছুদিন আগের সন্ত্রাসী হামলার জের ধরে পশ্চিমা দেশগুলোতে ইসলাম-আতঙ্ক ছড়িয়ে দেয়া হচ্ছে। মানবতার শত্রু কিছু সন্ত্রাসী এসব হামলা চালালেও ভুলভাবে তাদের কাজের জন্য গোটা মুসলিম সমাজকে দায়ী করা হচ্ছে। অথচ ইসলাম শান্তির ধর্ম এবং এ ধর্মে একজন নিরপরাধ মানুষ হত্যাকে গোটা মানবজাতিকে হত্যার সমান অপরাধ বলে উল্লেখ করা হয়েছে।#

রেডিও তেহরান/এমআই/২৮

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here