ইরাক ও আফগানিস্তানের 'নির্যাতিত বন্দীদের' ছবি প্রকাশ - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৬

ইরাক ও আফগানিস্তানের 'নির্যাতিত বন্দীদের' ছবি প্রকাশ

ইরাক ও আফগানিস্তানের 'নির্যাতিত বন্দীদের' ছবি প্রকাশ-BBC NEWS



ইরাক এবং আফগানিস্তানে এক দশক আগে মার্কিন সেনাবাহিনীর নির্যাতনের সংক্রান্ত প্রায় ২০০টি ছবি প্রকাশ করেছে পেন্টাগন।
এই ছবিগুলোতে ইরাকের আবু গ্রাইব এবং কিউবার গুয়ানতানামো বে'র বন্দীশিবিরে বন্দীদের ছবি আছে। অনেকেরই হাতে পায়ে কাটা দাগ এবং ক্ষত দেখা যাচ্ছে।
তথ্য অধিকার আইনে আমেরিকান নিভিল লিবার্টজ ইউনিয়ন নামে একটি প্রতিষ্ঠানের করা আবেদনের পর এই ছবিগুলো প্রকাশিত হয়।

২০০৪ সালে প্রথমবারের মতো এমন ছবি প্রকাশ পায় যাতে ইরাকের আবু গ্রাইব কারাগারের বন্দীদের মার্কিন সেনাবাহিনীর হাতে যৌন লাঞ্ছনা এবং নির্যাতনের শিকার হতে দেখা যায়। ওই ঘটনা এক বিরাট আন্তর্জাতিক কেলেংকারিতে পরিণত হয়।
পরে মোট ১৪টি নির্যাতনের ঘটনা নিশ্চিত করা গিয়েছিল এবং এর ফলে মার্কিন সেনাবাহিনীর ৬৫ জন লোকের সাজা হয়। শাস্তি হিসেবে অনেককে তিরস্কার করা হয় আবার অন্য অনেককে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়।
মোট ৪২টি অভিযোগ প্রমাণ করা যায় নি।
তবে এসিএলইউ মার্কিন বন্দীশিবিরগুলোতে নির্যাতনের প্রমাণস্বরূপ প্রায় ২ হাজার ছবি প্রকাশের জন্য এক দশকের বেশি সময় ধরে লড়াই করে আসছে।
এখন প্রায় ২শ ছবি প্রকাশের পর তারা বলছে, বাকি ১৮শ ছবি প্রকাশের জন্য তাদের চেষ্টা অব্যাহত থাকবে।
১০০৯ সালে ওবামা প্রশাসন ছবিগুলো প্রকাশ করতে রাজি হলেও পরে মত পরিবর্তন করে বলেছিল, এতে কারো লাভ হবে না বরং ওগুলো মার্কিনবিরোধী মনোভাব উস্কে দিতে পারে।

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here