জঙ্গি দমনে কড়া বার্তা রাষ্ট্রপতির - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬

জঙ্গি দমনে কড়া বার্তা রাষ্ট্রপতির

সংসদে বাজেট অধিবেশন শুরুর আগে ভাষণ দিতে উঠে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ পাঠানকোট কাণ্ডে নাম না করে পাকিস্তানের উদ্দেশে তিনি বলেন, সীমান্তপারের সন্ত্রাস কোনওভাবেই বরদাস্ত করা হবে না৷ জঙ্গি মোকাবিলায় কঠোর পদক্ষেপ করবে ভারত৷ একইসঙ্গে বিশ্বসন্ত্রাস মোকাবিলা করতে ভারত যে বদ্ধপরিকর তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন রাষ্ট্রপতি৷ পাঠানকোট ও সম্প্রতি পাম্পোরে জঙ্গিদমন অভিযানে সেনাবাহিনীর ভূমিকারও প্রশংসা করেন তিনি৷ এছাড়াও ভাষণে তিনি জানান, এই সরকারের লক্ষ্য ‘সব কা সাথ সব কা বিকাশ'৷ সংসদে অধিবেশন সুষ্ঠুভাবে চালানোর কথা বলে রাষ্ট্রপতি বলেন, "সংসদ আলোচনার জায়গা, অশান্তির জায়গা নয়৷ সুষ্ঠুভাবে সংসদ চলতে দিন৷" সংসদে প্রবেশের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সংসদ সচল প্রসঙ্গে আশা প্রকাশ করেছেন৷ তিনি বলেন, "আশা করি, গঠনমূলক আলোচনা হবে৷ এ বিষয়ে বিরোধীরা ইতিবাচক ইঙ্গিত দিয়েছে৷" জেএনইউ, জাঠ সংরক্ষণ, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের দলিত ছাত্রনেতা রোহিত ভেমুলার আত্মহত্যার ইস্যু নিয়ে বিরোধীরা বাজেট অধিবেশন বানচাল করতে পারে, এমন ইঙ্গিত আগে থেকেই পেয়েছে কেন্দ্র৷ এদিন সকালেই দিল্লির আম্বেদকর ভবন থেকে যন্তর মন্তরে ভেমুলাকাণ্ডে দোষীদের শাস্তি চেয়ে ও তার পরিবারের এক সদস্যকে চাকরির দাবি তুলে প্রতিবাদ মিছিল করে ছাত্রছাত্রীরা৷ মিছিলে যোগ দেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীরও৷ সূত্রের খবর, কংগ্রেস, আপের মতো দলগুলি বাজেট অধিবেশনে ইস্যু করবে৷ এই অধিবেশনে ৩২টি বিল পাস করাতে চায় সরকার৷ এদিন সংসদীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু বলেন, আটকে থাকা বিলগুলি নিয়ে আলোচনা হবে৷ বিরোধী চ্যালেঞ্জের মুখে পড়তে পারে একাধিক বিল৷
এদিন ভাষণে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেন, "মানুষকে সামাজিক সুরক্ষা, নিরাপত্তা দেওয়া সরকারের লক্ষ্য৷
এই সরকার সবার জন্য বাসস্থান, ভরতুকি, গরিবের উন্নতি, কৃষকের সমৃদ্ধি, কর্মসংস্থান গড়ে তুলছে৷ প্রধানমন্ত্রীর জনধন যোজনা বিশ্বের সবচেয়ে সফল কর্মসূচি৷ আবাস যোজনা, মুদ্রা যোজনা সফল হয়েছে৷ ৬৮ কোটি মানুষ খাদ্য সুরক্ষার সুফল পেয়েছে৷ আমরা শক্তিশালী, উন্নয়নমুখী ভারত চাই৷ দরিদ্রতম মানুষের কাছে উন্ন্য়ন পৌঁছে দিতে হবে৷" কৃষি উন্নয়নের প্রসঙ্গে সরকারের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, "নতুন সার নীতির জন্য সার উৎপাদনে ভারত রেকর্ড গড়েছে৷ কৃষকদের জন্য চালু হয়েছে শস্য বিমা৷ উত্তর-পূর্ব রাজ্যে কৃষি বিকাশে জোর দেওয়া হচ্ছে৷" মেক ইন ইন্ডিয়ার জন্য ৩৯ শতাংশ বিদেশি লগ্নি বৃ‌দ্ধি, এইচআইভি নিয়ন্ত্রণে বিশেষ জোর, স্বচ্ছ-ভারত অভিযানের সাফল্য, প্রাথমিক বিদ্যালয়ে ১৭ লক্ষেরও বেশি শৌচালয়, গঙ্গাদূষণ রোধে কেন্দ্রের সদর্থক পদক্ষেপ, সংখ্যালঘুদের জন্য একগুচ্ছ প্রকল্পের প্রশংসা করেন রাষ্ট্রপতি৷ ২০১৮-র মধ্যে সব গ্রামে সরকারের বিদ্যুত্‍ আনার চেষ্টার কথাও উল্লেখ করেন তিনি৷

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here