'ভারতে হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্ম যিশু খ্রিষ্টের' - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬

'ভারতে হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্ম যিশু খ্রিষ্টের'

নতুন বার্তা ডেস্ক


বেথলেহেম নয় দক্ষিণ ভারতে এক হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্ট। কেশব কৃষ্ণ ছিল  তার আসল নাম। কৃষ্ণ বর্ণের অধিকারী যিশু খ্রিষ্টের মাতৃভাষা ছিল তামিল। এমনই দাবি করে একটি বই লিখেছিলেন আরএসএসের এক প্রতিষ্ঠাতা গণেশ দামোদর সাভারকার। 'খ্রিষ্ট পরিচয়' নামের ওই বইটি প্রথমবার প্রকাশিত হয়েছিল ১৯৪৬ সালে। আরএসএসের পাঁচ প্রতিষ্ঠাতার একজন এই গণেশের লেখা সেই বইটি ফের প্রকাশ করতে চলেছে মুম্বইয়ের একটি দক্ষিণপন্থী সংগঠন। চলতি মাসের ২৬ তারিখে বইটি প্রকাশিত হবে।



বাবারাও গণেশ দামোদর সাভারকারের লেখা 'খ্রিষ্ট পরিচয়' বই অনুসারে, যিশু খ্রিষ্ট আসলে তামিল ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ। সেই কারণেই হিন্দু ধর্মের সঙ্গে খ্রিষ্ট ধর্মের অনেক সাদৃশ্য রয়েছে। লেখকের মতে, প্যালেস্তাইন সহ সমগ্র আরব আদতে হিন্দু অধ্যুষিত ছিল। খ্রিষ্টানরা ভারতে এসেছিল 'যোগ' শেখার জন্য। নিয়মিত 'যোগ' এবং 'আধ্যাত্মিক বিজ্ঞানে'র চর্চায় অভ্যস্ত যিশু খ্রিষ্ট ক্রুশবিদ্ধ হওয়ার পরেও জীবিত ছিলেন। আরোগ্যের জন্য তাকে অন্তিম অবস্থায় কাশ্মিরে নিয়ে আসা হয়েছিল। ভগবান শিবের উপাসনা করতে করতে হিমালয়ের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কেশব কৃষ্ণ তথা যিশু খ্রিষ্ট। শবদেহর পাশে সেই সময় তার পরিজনেরা ভারতীয় পোশাক পরে হিন্দু গান গেয়ে তাকে অন্তিম বিদায় জানিয়েছিলেন।

আমেরিকার 'স্ট্যাচু অব লিবার্টি' তাহলে ভারতের অবদান!– সংবাদমাধ্যম

নতুন বার্তা/এসএ

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here