সংবাদমাধ্যমের বিরুদ্ধে আক্রমণ গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ: প্রেসিডেন্ট - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৬

সংবাদমাধ্যমের বিরুদ্ধে আক্রমণ গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ: প্রেসিডেন্ট

সংবাদমাধ্যমের বিরুদ্ধে আক্রমণ গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ: প্রেসিডেন্ট

সংবাদমাধ্যমের বিরুদ্ধে আক্রমণ গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ: প্রেসিডেন্ট
(রেডিও তেহরান): সংবাদমাধ্যমের বিরুদ্ধে যেকোনো আক্রমণ গণতন্ত্রের জন্যও হুমকিস্বরূপ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ।

ইংরেজি দৈনিক ডেইলি স্টারের ২৫ বছর পূর্তি উপলক্ষে(শুক্রবার) রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতীয় বিভিন্ন ইস্যুতে জনমত গঠনে গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে আবদুল হামিদ বলেন, তথ্যভিত্তিক হলে সরকারের বা এমনকি নিজের সমালোচনাতেও আপত্তি নেই তাঁর।

প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে। সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী উল্লেখ করে যেকোনো অপশক্তির মোকাবিলায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আবদুল হামিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, জামিলুর রেজা চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি, পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর প্রমূখ।


এদিকে, ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম ‘রাষ্ট্রদ্রোহিতা’ করেছেন উল্লেখ করে তাঁর বিচার চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি মাহফুজ আনামকে আটক করারও দাবি জানিয়েছেন।

জয় বলেন, ‘মাহফুজ আনাম, দ্য ডেইলি স্টার সম্পাদক, স্বীকার করেছেন যে তিনি আমার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অপবাদ আরোপ করতেই তাঁর বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির গল্প ছাপিয়েছিলেন। তিনি সামরিক স্বৈরশাসনের সমর্থনে আমার মাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে এই কাজ করেছিলেন।’

জয় আরো বলেন, ‘একটি প্রধান সংবাদপত্রের সম্পাদক সামরিক বিদ্রোহে উসকানি দিতে যে মিথ্যা সাজানো প্রচারণা চালায় তা রাষ্ট্রদ্রোহিতা।’

স্ট্যাটাসে মাহফুজ আনামের সম্পাদক থাকার অধিকার নেই বলে মন্তব্য করে বলেন, ‘তিনি (মাহফুজ আনাম) অব্যাহতভাবে রাজনীতিকদের বিরুদ্ধে তাঁদের অনৈতিকতা এবং দুর্নীতিগ্রস্ত হওয়ার কথা লেখেন। তাঁর নিজের স্বীকারোক্তি মতে, তিনি নিজেই পুরোপুরি অনৈতিক এবং একজন মিথ্যাবাদী। তাঁর অবশ্যই একজন সাংবাদিক হিসেবে থাকার কোনো অধিকার নাই, সম্পাদক তো অনেক দূরের বিষয়। তাঁর কার্যক্রম দুর্নীতিকেও ছাড়িয়ে গেছে, যা দেশপ্রেমহীন এবং বাংলাদেশবিরোধী।’#


রেডিও তেহরান/এআরকে/এআর/৫

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here