কেরল হাউজের ঘটনার তীব্র নিন্দা করলেন মমতা- - rangpur news

Breaking

Breaking News

rangpur news

This is news blog site.Here have important online newspaper.if you Concert:MD.Gulam azam sarkar. E-mail:gulamazam@gmail.com Mobil:01735632338

Windows

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫

কেরল হাউজের ঘটনার তীব্র নিন্দা করলেন মমতা-

কেরল হাউজের ঘটনার তীব্র নিন্দা করলেন মমতা-

ওয়েব ডেস্ক- sangbadpratidin

নয়াদিল্লি, ২৭ অক্টোবর

গোটা দেশ জুড়ে যে অহিষষ্ণুতার বাতাবরণ তৈরি হয়েছে ফের তার নিন্দা করলেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি টুইটারে লেখেন, ‘ দিল্লির কেরল ভবনের ঘটনার আমি তীব্র নিন্দা করছি৷ সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারে ওপর অবাঞ্ছিত হস্তক্ষেপ৷ যা কোনও ভাবেই বরদাস্ত করা যায় না৷' মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও দেশ জুড়ে বিজেপি ও শিবসেনার যে কাণ্ড কারখানা চলছে তার তীব্র প্রতিবাদ করেছেন৷ শিবসেনার চাপে পাক গায়ক গুলাম আলিকে গাইতে দেওয়া হয়নি মহারাষ্ট্রে৷ মমতা বন্দ্যোপাধ্যায় তখন এর বিরোধিতা করেছিলেন৷ তিনি টুইট করে জানিয়েছিলেন, কলকাতায় গুলাম আলি স্বাগত৷ এবারও তার ব্যতিক্রম ঘটল না৷ কেরল হাউজের ঘটনার তীব্র নিন্দা করলেন৷
মেনুতে গো-মাংস রয়েছে এই অভিযোগের ভিত্তিতে কেরলা হাউজে অভিযান চালায় পুলিশ৷  ঘটনার সূত্রপাত, সোমবার রাতে কয়েকজন যুবক কেরল হাউজে এসে মেনু কার্ড দেখতে চায়৷ মেনু কার্ডে ‘বিফ ফ্রাই' দেখে, তাঁরা পুলিশে অবিযোগ জানায়৷ এরপরেই পুলিশ কেরল হাউজে অভিযানে আসে৷ তারপরই ‘বিফ ফ্রাই' পরিবেশন বন্ধ করে দেয়৷ কেরল হাউজের কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছেন৷ তারা জানান, মহিষের মাংস মাঝে মাঝে তৈরি করা হয়, তবে তা অর্ডারের পরিপ্রেক্ষিতে৷ গরুর মাংস কোনও সময়ই তৈরি করা হয় না৷ দিল্লি পুলিশের দাবি, গো-মাংস নিয়ে গোটা দেশে যা চলছে তাতে যাতে আইন শৃংখলার পরিস্হিতি যাতে হাতের বাইরে না চলে যায়, তার জন্য মেনু কার্ড থেকে ‘বিফ ফ্রাই' মুছে দেওয়া হয়েছে৷ এই ঘটনায় কেরলের সাংসদরা কেরল হাউজের সামনে পুলিশি অভিযানের বিরু‌দ্ধে বিক্ষোভ দেখায়৷ 

কোন মন্তব্য নেই:

Post Top Ad

Responsive Ads Here